খালেদার জামিনের জন্য আবেদন করবে বিএনপি
by মহানগর সময় ডেস্কবেগম জিয়ার জামিনের জন্য উচ্চ আদালতে আবারো আবেদন করবেন তার আইনজীবীরা। দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বেগম জিয়ার আইনজীবী ও দলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিনিয়র আইনজীবীদের নিয়ে বৈঠক শুরু করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।
বৈঠকে বেগম জিয়ার জামিনে মু্ক্তির বিষয় নিয়ে আলোচনা হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে বিকেল সাড়ে ৫টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
তিনি জানান, বেগম জিয়ার জামিনে আদায়ে আইনজীবীরা কতোটা তৎপর ছিলো, তা নিয়ে প্রশ্ন তোলেন স্থায়ী কমিটির সদস্যরা। জবাবে আইনজীবীরা বলেন, দেশে আইনের শাসন না থাকায় জামিন আদায় সম্ভব হয়নি।
এবার জামিন আবেদন করা হলে, বেগম জিয়ার জামিন দেয়ার ক্ষেত্রে সরকারের প্রতিহিংসায় আদালত প্রভাবিত হবেন না বলেও আশাবাদ ব্যক্ত করেন খন্দকার মাহবুব হোসেন।