https://www.somoynews.tv/img/upload/medium/corona-197963.jpg

সেই প্রমোদতরীর যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে

by

করোনাভাইরাস ঝুঁকির কারণে পাঁচটি বন্দরে নোঙরে ব্যর্থ হয়ে কম্বোডিয়ায় নোঙর করা প্রমোদতরী 'এমএস ওয়েস্টারডাম' এর সব যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়েছে।

জাহাজটির ১৪শ' ৫৫ যাত্রী এবং ৮শ' ২ ক্রুর কারও দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া না গেলেও, এটি থাইল্যান্ড, জাপান, তাইওয়ান, ফিলিপিন্স এবং গুয়ামে নোঙর করতে ব্যর্থ হয়।

পরে, বৃহস্পতিবার কম্বোডিয়ার সিহানুকভিল বন্দরে প্রমোদতরীটিকে নোঙর করার অনুমতি দেয় কর্তৃপক্ষ। এসময়, যাত্রীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দেশটির প্রধানমন্ত্রী হান সেন।

এর আগে, যাত্রীদের মধ্যে অন্তত ২০ জন শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাদের রক্তের নমুনা পরীক্ষা করা হলে, কারও দেহেই শনাক্ত হয়নি করোনাভাইরাস।