https://www.somoynews.tv/img/upload/medium/bangla-academy-197965.jpg

এখন থেকে পহেলা ফাল্গুন ১৪ ফেব্রুয়ারি

by

নতুন পঞ্জিকা অনুযায়ী এখন থেকে প্রতি বছর পহেলা ফাল্গুন ১৪ ফেব্রুয়ারি হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী। সময় সংবাদকে তিনি এ কথা জানান। সবাইকে নতুন পঞ্জিকা মেনে নেয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পঞ্জিকা সৃষ্টি হয় গ্রহ-নক্ষত্র, দিনের বিচার করে। আমরা সূর্যকে মান্য করে সৌরিয়া পঞ্জিকা তৈরি করেছি। আর এই পঞ্জিকা যেন আমাদের জাতির সত্তার সঙ্গে ঋতুর সঙ্গে সমন্বিত হয়। পাশাপাশি আন্তর্জাতিক ক্যালেণ্ডারের সঙ্গে সমন্বিত হয়। 

তিনি আরো বলেন, আমি মনে করবো এটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ। এই উদ্যোগের সঙ্গে সবাই সহমর্মি হবেন। এবং এটাকে সহনশীলভাবে গ্রহণ করেন।