https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/02/14/2c187bff3988c1eea09ea3d8a1ad2310-5e46d98d5d8b7.jpg
ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের ২০ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী গঠিত হয়েছে। এতে নাসরিন জেবিন সভাপতি (সামনের সারিতে বা থেকে চতুর্থ) ও ইসতিয়াক আহমেদ (সামনের সারিতে ডান থেকে পঞ্চম) সাধারণ সম্পাদক হন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নতুন কমিটি গঠন

by

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের ২০২০-২১ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন শান্তি ও সংঘর্ষ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসরিন জেবিন। সাধারণ সম্পাদক হয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ।

গত বুধবার সংগঠনটির কার্যনির্বাহী সভা শেষে ২০ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। এটি সংগঠনটির দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও ফারসি বিভাগের শিক্ষক মুমিত আল রশিদ। কমিটি ঘোষণা করেন প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক।

২০১৬ সালের ৬ ডিসেম্বর ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ সাদেকের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। গবেষণা সংসদ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা কাজে উদ্বুদ্ধ করা। পরে এই গবেষণা সংসদের হাত ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংসদ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির সদস্যরা এ পর্যন্ত চারটি আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়েছেন। এ বছর ১ এপ্রিল শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করার কার্যক্রম চলছে।

*নাগরিক পাতার জন্য সংবাদটি পাঠিয়েছেন খন্দকার আবিদুর রহমান