ক্লে কোর্টে বেছে বেছে খেলবেন ফেদেরার

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/700x0x1/uploads/media/2020/02/14/59d292feb24b337d0cc5814726fcebfa-5e46cea06882a.jpg

এখন বেছে বেছে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন রজার ফেদেরার। লক্ষ্য একটাই, আরও কিছুদিন টেনিসটা খেলে যাওয়া। এই মৌসুমেও এর ব্যতিক্রম হচ্ছে না। ক্লে কোর্ট মৌসুমে এবছর শুধু ফ্রেঞ্চ ওপেনেই খেলবেন রেকর্ড ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী তারকা।

তিন বছর ধরে ক্লে কোর্টের মৌসুমটা বেছে বেছে খেলছেন সুইস তারকা। ২০১৭, ২০১৮ সালে ক্লে কোর্টের কোনও মৌসুমেই অংশ নেননি। গত বছর অবশ্য ফ্রেঞ্চ ওপেনে খেলার আগে অংশ নিয়েছেন দুটি টুর্নামেন্টে। এবারও গুঞ্জন ছিল হয়তো ক্লে কোর্টের আরও কিছু টুর্নামেন্টে খেলবেন। কিন্তু তার এজেন্ট টনি গডসিক রয়টার্সকে বলেছেন, ‘সূচি যা বলছে, তাতে উনি শুধু রোলাঁ গারোতেই খেলবেন।’

অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেও কোন টুর্নামেন্ট খেলেননি ফেদেরার। প্রস্তুতি সেভাবে না থাকায় নিজের প্রতি আত্মবিশ্বাসও ছিল না এবার। এর পরেও সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। চিরপ্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল।