আশুগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত: মহাসড়ক অবরোধ
by ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ পথচারী (৪৫) নিহত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় ১৫ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা (বিশ্বরোড) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সিলেট থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেল পথচারীকে ধাক্কা দেয়। পরে একই দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।’
ট্রাকটি পালিয়ে গেলেও তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলটিকে আটক করে হাইওয়ে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।