ভুট্টাখেত থেকে তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার
by প্রতিনিধি, মানিকগঞ্জমানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কাংশা এলাকা থেকে আজ শুক্রবার দুপুরে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কয়েকজন নারী কাংশা গ্রামে একটি ভুট্টাখেতে ওই তরুণীর অর্ধগলিত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, তরুণীর গায়ে সালোয়ার-কামিজ ও বোরকা ছিল। তাঁর বয়স ২৫ থেকে ৩০ বছর হবে। ধারণা করা হচ্ছে, ১০-১৫ দিন আগে ওই তরুণীকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ ওই স্থানে ফেলে রেখে গেছেন।