তাপসের আসনে আ. লীগের মনোনয়ন ফরম নিলেন ১০ জন

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2016/01/18/6dab77463d0b36620d0801f3f9bf695e-.png
আওয়ামী লীগ

ফজলে নূর তাপসের আসনসহ পাঁচটি আসনে উপ-নির্বাচনে অংশ নিতে ৭৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে ঢাকা-১০ আসনে ১০ জন, বাগেরহাট-৪ আসনে ১১ জন, যশোর-৬ আসনে ১৩ জন, গাইবান্ধা-৩ আসনে ২৫ জন এবং বগুড়া-১ আসনে ১৯ জন ফরম কিনেছেন। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদের জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ২০ জন। আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড বৈঠক করে এসব আসন ও চসিকে প্রার্থী চূড়ান্ত করা হবে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান। ৮ ফেব্রুয়ারি থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বিতরণ ও জমা নেওয়া শুরু হয়। আজ ছিল ফরম কেনা ও জমা দেওয়ার শেষ দিন।

আওয়ামী লীগের দফতর সূত্রে জানা যায়, ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিয়েছেন মেজর ইয়াদ আলী ফকির, শফিউল ইসলাম মহিউদ্দিন, অ্যাডভোকেট বশির, আদম তমিজী হক, ড. আব্দুল ওয়াদুদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, কুদ্দুসুর রহমান, এ এস এম কামরুল আহসান, কাজী মোর্শেদ হোসেন কামাল এবং সাঈদ খোকন।

যশোর-৬ আসনের মনোনয়ন সংগ্রহকারীরা হলেন, শেখ আব্দুর রফিক, শাহীন চাকলাদার, আব্দুল মান্নান, এইচ এম আমির হোসেন, ওয়াহিদ সাদিক, নওরিন সাদিক, তাপস কুমার দাস, হোসাইন মোহাম্মদ ইসলাম, শ্যামল সরকার, শেখ আব্দুল ওহাব, কামরুজ্জামান, তানভীর আহম্মেদ বিপু এবং জয়দেব নন্দী।

বগুড়া-১ আসনে ফরম কিনেছেন, মোজাহিদুল ইসলাম বিল্পব, জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান শেখ, সিদ্দিকুর রহমান, ডা. মকবুলুর রহমান, সাহাদারা মান্নান, রেজাউল করিম মন্টু (জেলা সদস্য), আব্দুর রাজ্জাক, এস এম খাবীরুজ্জামান, জাকির হোসেন, ছালের উদ্দিন, আবুল কালাম আজাদ, রেজাউল করিম মন্টু, মোনতাজুর রহমান মন্টু, শাহজাহান আলী, আলমগীর শাহী (পৌর মেয়র), আছালত জামান, আনছার আলী এবং ফজলুল হক সবুজ।  

গাইবান্ধা-৩ আসনে ফরম সংগ্রহকারীরা হলেন, উম্মে কুলসুম স্মৃতি, শাহ  ইয়াকুব উল আজাদ, মাহমুদুল হক, এ কে এম মোকছুদ চৌধুরী,  মফিজুল হক সরকার, ফজলুল করিম, ওমর ফারুখ, আজিজার রহমান খান বিএসসি, গোপাল চন্দ্র বর্মন, রেহেনা বেগম,  তামান্না শারমিন, তোফাজ্জল হোসেন, এম এস রহমান, আবু বক্কার প্রধান, শাহারিয়ার খান, জরিদুল হক, আমিনুল ইসলাম, সাদ্দাম হোসেন, মাজেদার রহমান দুলু, নুরুল ইসলাম প্রধান, দিলারা খন্দকার, শাহাদত রাজা, মতিয়ার রহমান এবং  সাঈদ রেজা।

বাগেরহাটের-৪ আসনের ফরম নিয়েছেন, মিজানুর রহমান জনি, ড. আব্দুর রহিম খান, আমিরুল আলম মিলন, প্রবীর রঞ্জনন হালদার, মোড়লগঞ্জ থানা আ.লীগের সদস্য, নকিব নাজিব, ইসমত আরা শিরিন চৌধুরী, মোশারফ হোসেন, এস এম রাজু, জামিল হোসাইন, বদিউজ্জামন সোহাগ এবং এস এম মনিরুল ইসলাম।

এছাড়া চসিক নির্বাচনে মেয়র পদে ফরম নিয়েছেন রেজাউল করিম চৌধুরী, খোরশেদ আলম, মুজিবর রহমান, নুরুল ইসলাম বিএসসি, আ জ ম নাছির, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুস  সালাম, মেজর ইমদাদুল ইসলাম (অব.), আলতাফ হোসেন চৌধুরী, ইনসান আলী, মোহাম্মাদ ইউনুস, হেলাল উদ্দিন চৌধুরী,  সেলিনা খান, মঞ্জুরুল আলম, রেখা আলম, এ কে এম বেলায়েত হোসেন, মাহাবুবুল আলম, এরশাদুল আমিন, মনোয়ার হোসন এবং দীপক কুমার পালিত।