মাতুয়াইলের ‘ফ্রেন্ডশিপ’ ডায়াগনস্টিক সেন্টার থেকে ফার্মাসিস্টের লাশ উদ্ধার

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/700%20x0x1/uploads/media/2017/07/24/9409c26e16e79c17ca7ddac5ce8f2225-5975cfefa2a2e.jpg
লাশ উদ্ধার

রাজধানীর ডেমরায় ধনিয়া এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে মোবারক করিম নামে এক ফার্মাসিস্টের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাতুয়াইলের ‘ফ্রেন্ডশীপ’ স্পেশালিস্ট ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।










ডেমরা থানার এসআই শাহ আলম বলেন, ‘আমরা খবর পেয়ে ওই হাসপাতালের একজন পরিচালকের কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মোবারক করিমের মরদেহ উদ্ধার করি।’

এসআই শাহ আলম জানান, জামাল নামে হাসপাতালের একজন পরিচালকের কাছে এসেছিলেন মোবারক করিম। কালকে রাতে ওই পরিচালকের কক্ষেই ছিলেন। কী কারণে তিনি ওই পরিচালকের কাছে এসেছিলেন তা জানা যায় নি। পরিচালক জামালকে পাওয়া যায়নি। আমরা তাকে খুঁজছি।’

নিহতের ভাই নাহিদ হোসেন জানান, করিম থাকতেন ধনিয়ার নতুন রাস্তা এ কে হাই স্কুল সংলগ্ন একটি বাসায়। তাদের গ্রামের বাড়ি ভোলার লালমোহনে। তিনি সাইনবোর্ড এলাকায় প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডায়াগনস্টিক হিসেবে কাজ করতেন।

তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছেন নাহিদ হোসেন।

তিনি বলেন,‘আমি দুপুর ১২টার দিকে খবর পেয়েছি। আমার ভাই আত্মহত্যা করতে পারে না। তাকে জামাল সাহেব নিয়ে এসেছিলেন। আমার ভাইকে পরিকল্পিতভাব হত্যা করা হয়েছে।’

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর বলা যাবে। অন্যান্য বিষয়গুলো আমরা তদন্ত করছি।’