‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি নিয়ে এখন আর রাজনীতি করা উচিত নয়’
by বাংলা ট্রিবিউন রিপোর্ট![https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/02/14/7634218869be93701bc626ec12e438ea-5e46b34e6351a.jpg https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/02/14/7634218869be93701bc626ec12e438ea-5e46b34e6351a.jpg](https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/02/14/7634218869be93701bc626ec12e438ea-5e46b34e6351a.jpg)
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকারের এখন আর এ বিষয়টি নিয়ে রাজনীতি করা উচিত নয়। সম্পূর্ণ মানবিক কারণে তাকে মুক্তি দেওয়াটা অত্যন্ত জরুরি।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে টেলিফোনের আলাপের বিষয়ে কোনও জবাব পাওয়া গেছে কিনা জানতে চাইলে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে তিনি একথা করেন।
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ওবায়দুল কাদেরকে ফোন করেছেন কিনা– জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) কী বলেছেন এটা তাকে জিজ্ঞাসা করলে, তাকে বললে বেটার হবে।’
খালেদা জিয়ার স্বাস্থ্যের গুরুতর অবনতি হয়েছে বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এই মুহূর্তে তার শরীরের যা অবস্থা, ট্রিটমেন্টের জন্য বিদেশে পাঠানো প্রয়োজন। এজন্য তার পরিবার থেকেই আবেদন জানানো হয়েছে।’
এ বিষয়ে মির্জা ফখরুল আরও বলেন, ‘আমাদের কথা পরিষ্কার। খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে আমরা আজকে নয়, গত দুই বছর ধরেই কোর্টে যাচ্ছি, কথা বলছি, রাস্তায় নামছি, চিৎকার করছি। সারা দেশবাসী এই মুহূর্তে ম্যাডামের মুক্তির দাবি করছে। একই সঙ্গে আজকে তার (খালেদা জিয়া) পরিবারও করছে। কয়েকদিন আগেই তার পরিবার উন্নত চিকিৎসার জন্য লিখিতভাবে বিএসএমএমইউয়ের উপাচার্যকে চিঠি দিয়েছে। আর বাকি প্রশ্নগুলো সব অবান্তর থাকে। এগুলো আর প্রশ্ন থাকে না।’
এর আগে, বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আইনজীবীদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খালেদা জিয়ার আইনজীবীদের সঙ্গে তার মামলার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মির্জা ফখরুল।
প্রসঙ্গত, সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, আলাপ হয়েছে। তাদের দলের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার মুক্তি চেয়ে বলেছেন, আমি যেন বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করি।’
আরও পড়ুন: ‘খালেদা জিয়ার মুক্তি চেয়ে ফোন করেছিলেন মির্জা ফখরুল’