জয়ের সঙ্গে জার্সিও পেলেন মোহামেডান সমর্থকেরা
by ক্রীড়া প্রতিবেদক, ঢাকাজয় দিয়ে এবারের প্রিমিয়ার লিগ শুরু করল মোহামেডান
চিরচেনা সাদা-কালো জার্সির বদলে আজ মোহামেডানের ফুটবলাররা মাঠে এসেছিলেন সবুজ রঙের জার্সি পরে। মোহামেডানের হোম ভেন্যু এবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচ খেলার সুবাদে এমন রঙিন জার্সি পরেছিল মোহামেডান। প্রিমিয়ার লিগে আজ মোহামেডানের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আরামবাগ, যাদের জার্সির রং সাদা-কালো। স্টেডিয়ামে ঢুকে অনেকে তাই আরামবাগকে মোহামেডান ভেবে ভুল করেছেন!
তবে নতুন জার্সিতে বদলে যাওয়া এক মোহামেডানকেই দেখলেন সমর্থকেরা। জয় দিয়ে এবার প্রিমিয়ার লিগ শুরু করল সাদা-কালোদের দল। একমাত্র গোলটি করেছেন নাইজেরিয়ান মিডফিল্ডার ওবি মনেকে।
গত মৌসুমে মোহামেডান ১৩ দলের মধ্যে হয়েছিল ৯ম। লিগে ২৪ ম্যাচে মাত্র ৬টিতে জিতেছিল। স্বাভাবিকভাবেই এবার মোহামেডানের লক্ষ্য ঘুরে দাঁড়ানো। এবার ফেডারেশন কাপে সেমিফাইনাল থেকে বিদায় নেয় মোহামেডান। লিগে ভালো কিছু করতে জয় দিয়ে শুরু করাটা গুরুত্বপূর্ণ ছিল। ভালো ফলের আশায় বিদেশি কোচ শন লেনের সঙ্গে প্রথমবার দেখা গেছে বিদেশি সহকারী কোচকে। তরুণ ব্রিটিশ কোচ জেমস অনুশীলনে বেশ ঘাম ঝরিয়েছেন গত কয়েক দিন। দলটা মূলত জুনিয়রদের নিয়েই গড়া, গতবারের মতো ৭ ফুটবলার আছেন এই দলে। আরামবাগ থেকে এসেছেন জাতীয় দলের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল। শাহেদ, মনা, অনীক, বাপ্পী, উরু নাকাতা, ওবি মনেকেদের নিয়ে গড়া মাঝমাঠ। আক্রমণভাগে সোলেমান দিয়াবাতে।
লিগের প্রথম ম্যাচ হিসেবে বেশ ভালোই খেলেছে মোহামেডান। তবে বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া হয়েছে। ম্যাচের ৩০ মিনিটে মোহামেডানকে গোল উপহার দেন ওবি। বক্সের ভেতরে ঢুকে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন আলতো প্লেসিংয়ে।
মোহামেডান রক্ষণে ঢুকে বেশ কবার আতঙ্ক ছড়িয়েছেন আরামবাগের মিসরীয় মিডফিল্ডার মোস্তফা মাহমুদ। ৫০ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও বল মেরেছেন পোস্টের বাইরে। ৫৩ মিনিটে মোহামেডানের ইউসুফ সিফাতের শট ক্রসবারে লাগে। ম্যাচ শেষে উচ্ছ্বসিত মোহামেডানের ফুটবলাররা নতুন শ খানেক সাদা-কালো জার্সি ছুড়ে দেয় গ্যালারিতে। তাদের ভক্তরা জয়ের সঙ্গে জার্সি নিয়ে ফিরেছে ঘরে।