https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/02/14/81210deed7cde5c492a465d6cef7f442-5e46aa6ea5214.jpg

বইমেলায় আলী সিদ্দিকীর ‘অন্ধশিকার’

by

প্রবাসী লেখক আলী সিদ্দিকীর ১৩টি গল্প নিয়ে প্রকাশিত হয়েছে গল্প সংকলন’ অন্ধশিকার’। এটি তাঁর পঞ্চম গল্পগ্রন্থ।
সমকালীন সমাজের পরতে পরতে ঘটনার চালচিত্রভিত্তিক কাহিনি নিয়ে গড়ে উঠেছে প্রতিটি গল্পের পটভূমি। মূলত প্রান্তিক জনগোষ্ঠী ও প্রান্তমুখী নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনের লড়াই-সংগ্রাম, ভালোবাসা ও বিষাদ, খল-রাজনীতির খেলা, ধর্মান্ধতা ও কূপমণ্ডূকতা, মুখোশ ও প্রতিমুখপ্রবণ ভণ্ডামি ইত্যাকার বিষয় গল্পগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য।
‘গল্পটি লেখা হচ্ছে’ শিরোনামের গল্পে আমাদের সমাজের বহু সাম্প্রদায়িকতার বিলুপ্তির চিত্র অঙ্কিত হয়েছে-যা এখনো চলমান। ‘জননী ও জাতক’ গল্পটি অমানবিকতা ও নিষ্ঠুরতার প্রতিচ্ছবি। ‘একজন কাজু’ গ্রামীণ সমাজে বিদ্যমান সামন্ততান্ত্রিক শোষণের কথকতা। ‘রূপান্তরিত’ গল্পটিতে মানুষের আচরণগত পরিবর্তনের একটি চিরচেনা চিত্র ধারণ করা হয়েছে। ‘আঙুল ও ক্ষরণের গল্প’ গল্পটি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনের হৃদয় চূর্ণ করা জীবনচিত্র। ‘একজন পরশপাথর’ সমাজের অচ্ছুত শ্রেণির নিঃসন্তান দম্পতির সন্তান কামনায় অকল্পনীয় ত্যাগের ভিন্নধর্মী চিত্রকল্প। ‘অন্ধশিকার’ আমাদের সমাজে প্রচলিত অপরাজনীতির শিকার সাধারণ নাগরিক সমাজের অসহায়ত্বের কাহিনি উঠে এসেছে। ‘বৃত্তহীন বিন্দু’ প্রতিকূল সমাজের প্রতিরোধ ভেঙে তারুণ্যের জীবনমুখীনতার লড়াইয়ের প্রেক্ষাপটে গড়ে ওঠা গল্প।
বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা পাঞ্জেরি পাবলিকেশনস।