বাইসেঙ্গের বুলেট ফ্রি-কিকে জিতলো সাইফ

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/700x0x1/uploads/media/2020/02/14/f1f1b141ba535628d253756ee2f10a14-5e4690df9b3aa.jpg
সাইফ-রহমতগঞ্জ ম্যাচে বল দখলের লড়াই

ফেডারেশন কাপের ফাইনালে উঠে চমকই দেখিয়েছিল রহমতগঞ্জ। প্রিমিয়ার লিগের শুরুতে অবশ্য সেই চমকটা আর থাকলো না। শিরোপাপ্রত্যাশী সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে হেরে লিগ শুরু করেছে পুরোনো ঢাকার দলটি। আজ শুক্রবার সাইফ অবশ্য তাদের হারিয়েছে ন্যূনতম ব্যবধানে (১-০)।

জাতীয় দলের এক ঝাঁক খেলোয়াড় সাইফে। দলে আছেন মিডফিল্ডার জামাল ভূঁইয়া-রহমতদের মতো খেলোয়াড়। তারুণ্যনির্ভর দল নিয়ে এবারও শিরোপার জন্য খেলছে তারা। তবে লিগে ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামের সূচনা ম্যাচে রহমতগঞ্জ প্রায় সমান তালে লড়াই করেছে।

ম্যাচ শুরুর ৮ মিনিটেই গোল পেতে পারতো গোলাম জিলানির দল। তবে তাজিক খেলোয়াড় আশরোরোভের ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে যায়।

আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর প্রথমার্ধে সাইফও সুযোগ পেয়েছে। ২৯ মিনিটে গোল মিস করেছেন সাজ্জাদ হোসেন।

বিরতির আগে কোনও গোল হয়নি। বিরতির পর আরও আক্রমণাত্মক খেলতে থাকা সাইফ গোল পেয়ে যায় ৬১ মিনিটে। প্রায় ৩০ গজ দূর থেকে রুয়ান্ডার এমেরি বাইসেঙ্গের বুলেট গতির ফ্রি-কিক কাঁপিয়ে দেয় জাল। গোলকিপার লিটন ঝাঁপিয়ে পড়েও এ যাত্রা রুখতে পারেননি।

ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করতে পারতো সাইফ। কিন্তু কিরগিজ খেলোয়াড় মুরোলিমজন আখমেদভের বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।