আশকোনা থেকে শনিবার বাড়ি ফিরবেন চীন ফেরতরা

by

রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে থাকা চীন ফেরত বাংলাদেশিরা শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাড়ি ফিরতে পারবেন বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। হজ ক্যাম্প থেকে বাড়ি ফেরার আগে আবারও তাদের স্ক্রিনিং করা হবে বলে জানান তিনি।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, কাল তাদের ১৪ দিন পূর্ণ হবে। পরিস্থিতি বিবেচনায় তাদের কাল ছেড়ে দেয়া হবে। তাদের পাসপোর্ট ও সার্টিফিকেট দিতে দিতে রাত ৯টা বেজে যাবে।