যুব বিশ্বকাপ জয়ী শাহীনকে বীরোচিত বরণ
by কুড়িগ্রাম প্রতিনিধিবীরের বেশে জন্মভূমি কুড়িগ্রামে ফিরলেন অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটার শাহীন আলম। শুক্রবার দুপুরে ঢাকা থেকে কুড়িগ্রামে এলে হাজার হাজার ক্রিকেট ভক্ত ও তাকে ফুল দিয়ে বরণ করে নেন। জেলা ক্রীড়া সংস্থাসহ জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে ক্রিকেটার শাহীন স্বাধীনতার বিজয়স্তম্ভে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান। সমর্থকেরা পরে তাকে খোলা গাড়িতে নিয়ে যখন শহর প্রদক্ষিণ করেন, রাস্তার পাশে দাঁড়িয়ে অজস্র মানুষ তাকে শুভেচ্ছা জানান।
পরে মোটরসাইকেল শোভাযাত্রাসহ শাহীন আলমকে উলিপুর উপজেলার যমুনা পাইক পাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। একনজর তাকে দেখার জন্য ছুটে আসে যেন জনস্রোত।
বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা পাইকপাড়া গ্রামের দিনমজুর শাহাদত হোসেনের পূত্র। তিন ভাইবোনের মধ্যে শাহীন ছোট। মা সাতিনা বেগম একজন গৃহিনী। মাত্র দুই শতক জমির ওপর তাদের ছোট্ট বাড়ি।
ক্রিকেটার শাহীন বলেন, ‘বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য হয়ে নিজেকে গর্বিত মনে করছি। বিশ্বকাপ জয় করে বাংলাদেশে আসার পর প্রধানমন্ত্রীসহ দেশের মানুষ আমাদের যেভাবে শুভেচ্ছা জানিয়েছেন এটা ভোলার নয়। এলাকাবাসীসহ দেশের মানুষের কাছে দোয়া চাই আগামীতে যেন আরো ভালো করতে পারি।’