করোনার প্রভাব পড়বে ঈদের বেতন-বোনাসে

by

করোনা ভাইরাসের কারণে এবার রোজার ঈদে পোশাক শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে মালিকরা আর্থিক সমস্যার মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিজিএমএই।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ফায়ার সেফটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানায় সংগঠনটি।

এদিকে অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, দেশের বাজারের রসুনের সরবরাহ স্বাভাবিক রাখতে চীনের বিকল্প আমদানি বাজার খোঁজা হচ্ছে।

চীনে করোনা ভাইরাসের ভয়াবহতার কারণে দেশটির সঙ্গে যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশ। এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে দেশের তৈরি পোশাক খাত এমন আশঙ্কা করছে বিজিএমইএর।

রাজধানীতে আয়োজিত ফায়ার সেফটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমন আশঙ্কার কথা জানিয়ে সংগঠনটির প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম জানান, চীন থেকে নতুন করে কাঁচামাল না আসলে ক্ষতিগ্রস্ত হবে পোশাক খাতের উৎপাদন।

তিনি বলেন, মে মাসের শেষের দিকে ঈদ হবে। করোনার কারণে এবার বেতন-ভাতা দিতে আমাদের সমস্যা হবে। 


করোনার কারণে চীনের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায়, এরই মধ্যে নিত্যপণ্যের বাজারেও প্রভাব পড়তে শুরু করেছে। তবে, বাজার নিয়ন্ত্রণে সরকার তৎপর রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, আমাদের বড় একটা অংশ আসে চীন থেকে। আমরা চেষ্টা করছি বিকল্প খুঁজতে।

চীন থেকে আমদানি করা অন্যান্য কাঁচামালের সরবরাহ ঠিক রাখতেও করণীয় ঠিক করা হচ্ছে বলে জানান মন্ত্রী।