স্কুলের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করলেন সেই মেম্বার
by মোংলা প্রতিনিধি
![https://cdn.banglatribune.com/contents/cache/images/600x0x1/uploads/media/2020/02/03/7360afad4577214065312dc2ec5ebce3-5e37e9dcdfc2d.jpg https://cdn.banglatribune.com/contents/cache/images/600x0x1/uploads/media/2020/02/03/7360afad4577214065312dc2ec5ebce3-5e37e9dcdfc2d.jpg](https://cdn.banglatribune.com/contents/cache/images/600x0x1/uploads/media/2020/02/03/7360afad4577214065312dc2ec5ebce3-5e37e9dcdfc2d.jpg)
শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের আয়োজন করায় মোংলার উত্তর চাঁদপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (পরিচালনা পর্ষদ) সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন ইউপি মেম্বার মতিয়ার রহমান মোড়ল। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহাত মান্নানের কাছে পদত্যাগপত্র জমা দেন।
ইউএনও বলেন, ভাষার মাসে শহীদ মিনার অবমাননার দায়ে চাঁদপাই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মতিয়ারকে অপসারণের জন্য আমরা বুধবার (১২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিতভাবে সুপারিশ করেছি। খবর পেয়ে বৃহস্পতিবার মতিয়ার রহমান স্কুল ম্যানেজিং কমিটির পদ থেকে সরে যেতে বাধ্য হন। তবে তার বিরুদ্ধে অধিকতর তদন্ত করে আরও ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে শহীদ মিনারের ওপরে জুতা পায়ে নাচ-গানের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার ধীরে তদন্ত করায় মতিয়ার রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হয় বলে জানা গেছে।