চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ
by ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে বাবা আমির হোসেনকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আরাফাত হোসেনের (২২) বিরুদ্ধে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আারাফাত পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আমির হোসেনের ছেলে আরাফাত হোসেন নবীনগর উপজেলা সদরের স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে চাকরি করতেন। সে ব্যবসার কথা বলে বাবা আমির হোসেনের কাছ থেকে কয়েক দফা টাকা নেন। গত কয়েকদিন ধরে আবারও ব্যবসার কথা বলে বাবার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন আরাফাত। তবে আমির হোসেন ছেলেকে টাকা দিতে অপারগতা জানান। পরে শুক্রবার নবীনগর সদরে যাওয়ার পথে ছেলের হামলায় আহত হন আমির হোসেন।
আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তার লাশ নবীনগর পশ্চিমপাড়া বাস ভবনে নিয়ে আসা হয়। খবর পেয়ে দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, নিহত আমির হোসেন একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ছেলে আরাফাতকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। এ ঘটনায় নবীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।