পঙ্গুত্ব জীবনের গ্লানি মুছে দিতে মানিকগঞ্জে ‘নতুন কদম’

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/1000x0x1/uploads/media/2020/01/31/b0458d4221826aa17142fd185a5a4859-5e34657916e16.jpg

পঙ্গুত্ব জীবনের গ্লানি মুছে পুরো উদ্যমে নতুন জীবনে ফিরিয়ে আনতে মানিকগঞ্জে কৃত্রিম অঙ্গসংযোজন (হাত ও পা) কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এই কেন্দ্র উদ্বোধন করেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, ‘বিভিন্ন দুর্ঘটনায় দেশে বহু লোক মৃত্যুবরণ করেন, তার চেয়েও দশগুণ মানুষ পঙ্গুত্ব বরণ করেন। কোনও ব্যক্তি যখন পঙ্গুত্ববরণ করেন, তিনি তখন নিজের এবং সমাজ ও দেশের কাছে বোঝা হয়েছে যান। মানসিকভাবে ভেঙ্গে পড়েন। সেসব ব্যক্তিদের আজ  কৃত্রিম হাত-পা দিয়ে নতুন জীবন ফিরিয়ে দেওয়া হচ্ছে।’

শুক্রবার (৩১ জানুয়ারি) মানিকগঞ্জে গোলড়া এলাকায় ‘নতুন কদম’ নামের কৃত্রিম হাত ও পা সংযোজন কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা সদরের গোলড়া এলাকায় আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড পোশাক কারখানা প্রাঙ্গণে ‘নতুন কদম’ নামের এই কৃত্রিম অঙ্গ সংযোজন কেন্দ্রটি স্থাপন করে শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ। কেন্দ্র প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকিজ গ্রুপের পরিচালক শেখ জামিল উদ্দিন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, ‘আকিজ গ্রুপের এই উদ্যোগটি দেশের জন্য একটি অনন্য উদাহরণ।’

আকিজ গ্রুপের পরিচালক শেখ জামিল উদ্দিন বলেন, ‘সড়ক ও বিভিন্ন দুর্ঘটনায় সমাজের বিশাল একটি অংশ পঙ্গুত্ব জীবনযাপন করছেন। যারা এক সময় কর্মক্ষম ছিলেন এবং জীবিকা নির্বাহ করে সংসার চালাতেন, অপ্রত্যাশিত দুর্ঘটনায় তারা পঙ্গু হয়ে অন্যের বোঝা হয়ে অভিশপ্ত জীবনযাপন করছেন। এসব অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজনের মাধ্যমে নতুন জীবন ফিরিয়ে দিতেই নতুন কদম প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে।’

https://cdn.banglatribune.com/contents/cache/images/1000x0x1/uploads/media/2020/01/31/c57565ce19ccaaeb1537d51abe36345a-5e3465795dd0f.jpg

যুক্তরাজ্যের কৃত্রিম অঙ্গসংযোজন বিশেষজ্ঞ ডা. ভিকার কোরেশীর নেতৃত্বে রাসেল হল হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিষ্ঠানটিতে গত ২০ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত পঙ্গুরোগীদের তত্ত্বাবধান ও সেবা দেন। এ সময়ে কেন্দ্রটি থেকে ৫০ জন শিশু, কিশোর, নারী-পুরুষ ও তরুণ-তরুণীর কৃত্রিম পা ও হাত সংযোজন করা হয়েছে। অনুষ্ঠানে তাদের মধ্যে চার জনের হাতে আকিজ গ্রুপে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাফিজুর রহমান, জেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি রাহাত মালেক, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, যুক্তরাজ্যের ডাক্তার ভিকার কোরেশী, আকিজ গ্রুপের নির্বাহী পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।