সাক্ষী হাজিরে ব্যর্থ ডেমোক্র্যাটরা, শেষ হচ্ছে ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া

by

যুক্তরাষ্ট্রের সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানিতে সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়েছেন ডেমোক্র্যাটরা। টেনেসি থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর লামার আলেকজান্ডার বলেছেন, ট্রাম্পের অভিশংসনের শুনানিতে প্রত্যক্ষদর্শী আনার আর প্রয়োজন নেই। আর এতেই যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবারই শেষ হতে পারে মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন শুনানি।

https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/01/31/9922c1b06855bdc42ca5aeb7d74bc9d3-5e3469e8d074e.JPG

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের অভিশংসনের শুনানিতে সাক্ষী হিসেবে মার্কিন সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনকে আনতে চেয়েছিল ডেমোক্র্যাটরা। তখন জন বল্টন জানিয়েছিলেন, আইনসম্মতভাবে না ডাকলে তিনি সিনেটে যাবেন না। সাক্ষীর সাক্ষ্য নিতে মোট চারজন রিপাবলিকানের সমর্থন দরকার ছিল ডেমোক্র্যাটদের। তবে তিনজন ইতিবাচক ইঙ্গিত দিলেও চতুর্থ একজন রিপাবলিকান সাক্ষী ডাকায় সায় দেননি। তিনি হচ্ছেন- রিপাবলিকান সিনেটর লামার আলেকজান্ডার। লামার আলেক্সান্ডার রাজি না হওয়ায় সিনেটে আর আসতে হচ্ছে না জন বল্টনকে। ডেমোক্র্যাটদের দাবি ছিল, ট্রাম্পের দুর্নীতির বিষয়ে জানতেন জন বল্টন।

বৃহস্পতিবার লামার বলেন, প্রাথমিক শুনানি ও যুক্তিতর্কে এরই মধ্যে যা প্রমাণ হয়েছে তারপর আরও প্রমাণের জন্য অতিরিক্ত সাক্ষী বা নথিপত্রের কোনও প্রয়োজন নেই। তিনি আরও বলেন, ‘ট্রাম্প যা করেছেন তা যথাযথ ছিল না, সেটি ডেমোক্র্যাটরা প্রমাণ করেছেন। তবে এটি অভিশংসনযোগ্য কোনও অপরাধ নয়।’

লামারের এ ঘোষণা ট্রাম্পের বিচার অচিরেই শেষ হওয়ার প্রেক্ষাপট তৈরি করেছে। শুক্রবারই ট্রাম্প অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে যেতে পারেন। শুক্রবার উভয়পক্ষ সমাপনী যুক্তিতর্কের পর সিনেটে অতিরিক্ত সাক্ষীর শুনানি প্রশ্নে ভোট আহ্বান করা হবে। সে ভোটে হার হলে সঙ্গে সঙ্গেই বিচার শেষ হবে। আর যদি ভোট সমান-সমান হয় তাহলেও উদ্যোগটি ব্যর্থই হবে। তবে সিনেটে ডেমোক্র্যাটদের জয়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কেননা সিনেটে সংখ্যাগরিষ্ঠ ৫৩টি আসন রিপাবলিকানদের দখলে রয়েছে।