ভোমরা স্থলবন্দরে ২৭৪ ভরি সোনা জব্দ

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/1000x0x1/uploads/media/2020/01/31/7ccabc84e2490fe6b5b89e5f67d2736e-5e34681056c35.jpg

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের লক্ষীদাঁড়ি সীমান্ত থেকে ২ কেজি ৩৫০ গ্রাম (২৭৪ ভরি) সোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে লক্ষীদাঁড়ি বেড়িবাঁধের ওপর থেকে এগুলো জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, এগুলোর বাজার মূল্য ১ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকা।

বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হারুন অর রশীদ জানান, বিজিবির একটি টহলদল লক্ষীদাঁড়ি পাকা রাস্তার ওপর অভিযান চালায়। একজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাকে চ্যালেঞ্জ করা হলে সে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। সেটি থেকে ২ কেজি ৩৫০ গ্রাম (২৭৪ ভরি) স্বর্ণ জব্দ করা হয়। এরমধ্যে রয়েছে ১৪টি ছোটবড় বার, স্বর্ণের চেইন ২২টি ও ৬টি স্বর্ণের চেইনের টুকরা।