ছোটদের বিশ্বকাপ সেমিতে ভারতের সামনে পাকিস্তান

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/700x0x1/uploads/media/2020/01/31/f7481230d0bffad262db9d2e0cf28219-5e345f4281265.jpg
পাকিস্তান দলের আনন্দের একটি মুহূর্ত।

বৈশ্বিক ইভেন্ট ছাড়া মুখোমুখি হয় না ভারত ও পাকিস্তান। চিরবৈরী দুই দেশ যে কোনও পর্যায়ে মাঠে নামলেই সেটি হয়ে দাঁড়ায় আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই দেশের যুব দল। কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানকে ৬ উইকেটে হারানোতেই সেমির টিকিট কেটেছে পাকিস্তান।

বেনোনিতে টস জিতে ব্যাট করেও পাকিস্তানের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি আফগানরা। ৪৯.১ ওভারে তারা অলআউট হয়েছে ১৮৯ রানে। সর্বোচ্চ ৪০ রান এসেছে অধিনায়ক ফারহান জাখিলের ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে ৫৮ রানে ৩ উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ আমির খান। দুটি নিয়েছেন লেগস্পিনার ফাহাদ মুনির।

পাকিস্তানের সামনে অবশ্য এই স্কোর চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে পারেনি। ৪১.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে তারা। ওপেনিং জুটিতেই এসেছে ৬১ রান। হায়দার আলী (২৮) রান আউট হয়ে ফিরলেও আরেক ওপেনার হুরাইরাই জয়ের ভিত গড়ে দিয়েছেন ৬৪ রান করে। মাঝে দ্রুত কিছু উইকেট পতন ঘটেছিল পাকিস্তানের। ফিরে যান রোহেইল নাজির (২২), ফাহাদ মুনির (২) ও হুরাইরা (৬৪)। তবে সমস্যা হয়ে দাঁড়ায়নি তা। কাসিম আকরাম (২৫) ও মোহাম্মদ হারিস (২৯) জুটি গড়ে জয় নিশ্চিত করেছেন। ম্যাচসেরা হুরাইরা।      

৪ ফেব্রুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।