কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার
by নিজস্ব প্রতিবেদক, ঢাকাঅস্ত্র প্রদর্শনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তালুকদার সারওয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা উত্তরের ২৪ নম্বর ওয়ার্ডে ‘কাটা চামচ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সারওয়ার। এই ওয়ার্ডে ‘ঠেলাগাড়ী’ প্রতীকের মো. সফিউল্লাহকে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বেলা দুইটার দিকে আওয়ামী লীগের সমর্থন পাওয়া সফিউল্লাহ নাবিস্কোর পাশের রহিম মেটাল মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হন। এর পরপরই তাঁর সমর্থকদের সঙ্গে আরেক প্রার্থীর সমর্থকদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এ সময় তালুকদার সারওয়ার একটি আগ্নেয়াস্ত্র বের করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন সারওয়ারকে মারধর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সারওয়ারকে আটক করে থানায় নিয়ে যায়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, দুই পক্ষের হাতাহাতিতে তালুকদার সারওয়ার হোসেনসহ তাঁর চার সমর্থক ও সফিউল্লাহর পাঁচজন সমর্থক আহত হন। অস্ত্র প্রদর্শন নির্বাচনী অপরাধ হওয়ায় তাঁকে আটক করা হয়। পুলিশ হেফাজতে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। পরে নির্বাচনী দায়িত্বে ¼ থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। থানায় অস্ত্র আইনে মামলাটি করা হয়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার তালুকদার সারওয়ারকে শনিবার আদালতে হাজির করা হবে।