ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক আটক

by

 

https://cdn.banglatribune.com/contents/cache/images/850x0x1/uploads/media/2015/12/28/bfad2af095cd97a9b153ddf1c4223f49-.jpg

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে এক জনকে আটক করেছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ। এ ঘটনায়  শুক্রবার (৩১ জানুয়ারি) আসামি‌র দুই দি‌নের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। নারায়ণগঞ্জ সদর ম‌ডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে নগরীর আমলাপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে অভিযুক্ত মধু সুদন দাসকে (২০) আটক করে পুলিশ। শুক্রবার পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।অভিযুক্ত মধু সুধন দাসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

ওসি আসাদুজ্জামান জানান, অভিযুক্তের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ (২) ধারায় একটি মামলা করা হয়। অভিযুক্ত মধু সুদন দাস বর্তমানে সদর থানা পুলিশের হেফাজতে আছে।