ভোলায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার

by

 

https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/01/31/a45ab2b6ea8f695895c9b51061c4607a-5e34569766688.jpg
ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি শের আলী

ভোলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী (৮) ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি শের আলীকে (৪৫) রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দিনগত রাত ২ টার দিকে রাজধানীর পল্লবী থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

গত ২০ জানুয়ারি ভোলার সদর থানা এলাকায় স্কুলে যাওয়ার পথে একটি পোস্ট অফিসের ভেতরে ধর্ষণের শিকার হয় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। পরদিন (২১ জানুয়ারি) শিশুটির বাবা বাদী হয়ে ভোলা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নাম্বার- ৫২) দায়ের করেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, ভুক্তভোগী ওই শিশু বাসা থেকে স্কুলের যাওয়ার পথে স্থানীয় একটি পোস্ট অফিসের একটি দোকানে স্কুলব্যাগ রেখে কিছু খাবার কিনতে যায়। এসময় শের আলী শিশুটিকে নতুন জামা দেওয়ার কথা বলে ফুসলিয়ে স্থানীয় একটি পোস্ট অফিসের ভেতরে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করে।

তিনি জানান, অভিযুক্ত আসামি শের আলী ভুক্তভোগী শিশুর বাবার চাচতো ভাই। সে ওই পোস্ট অফিসে পিয়ন হিসেবে কর্মরত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শের আলী ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।