বরিশালে হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/850x0x1/uploads/media/2017/07/01/a786db96f42f9d483be98098ccaebbc8-5957cfb616ba4.jpg

বরিশালের মুলাদী উপজেলার চরআলিমাবাদ গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত মোকলেস খান (৪০) ওই গ্রামের মুজাম খানের ছেলে। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের ভাই খবির খান জানায়, শুক্রবার দুপুরে মুলাদী উপজেলার সীমান্তবর্তী কালকিনী উপজেলার মোল্লারহাট বাজার থেকে মোকলেস বাড়ি যাচ্ছিলেন। এ সময় কয়েকজন তাকে নির্জন বাগানে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ফেলে রাখে। পরে স্থানীয়রা মোকলেসকে চিনতে পেরে আমাদের খবর দেয়। সেখান থেকে মোকলেসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

স্থানীয় মেম্বার মোবারক সিকদার বলেন, ‘উপজেলার নাজিরপুর গ্রামের প্রিন্স হত্যার আসামি ছিল মোকলেস। সে জামিনে মুক্ত হওয়ার পর প্রিন্স গ্রুপের লোক আলতাফের বাড়িতে আগুন দেয়। এ ঘটনায় আলতাফ বাদী হয়ে মোকলেস ও তার তিন ভাইসহ ২৬ জনকে আসামি করে মামলা করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে আলতাফ ও মোকলেস গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আলতাফ বাহিনী পরিকল্পিতভাবে মোকলেসকে হত্যা করেছে বলে স্বজনদের ধারণা।’

মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রকৃত অপরাধীদের ধরতে চেষ্টা চলছে।’