মেন্ডিসের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্ট ড্র, সিরিজ শ্রীলঙ্কার
by স্পোর্টস ডেস্কশ্রীলঙ্কার কাছে প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় টেস্টে দারুণ লড়াই করেছে স্বাগতিক জিম্বাবুয়ে। তবে বৃষ্টির বাগড়ায় সময়ও নষ্ট হয়েছে অনেক। তাই বড় লক্ষ্য ছুড়ে দিয়েও হারারেতে এই টেস্ট জিততে পারেনি জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় সিরিজ ১-০ তে জিতে নিয়েছে লঙ্কানরা।
আগের দিন ৭ উইকেটে করা ২৪১ রান নিয়ে শেষ দিন খেলতে নামে স্বাগতিকরা। মাত্র ৬ রান যোগ করেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন শন উইলিয়ামস। ৫৩ রানে অপরাজিত থাকেন জিম্বাবুয়ে অধিনায়ক। লঙ্কানদের সামনে লক্ষ্য ছুড়ে দেন ৩৬১ রানের।
এত বিশাল লক্ষ্য পেয়ে শ্রীলঙ্কা অবশ্য টেস্ট ড্রয়ের লক্ষ্যেই ব্যাটিং করেছে পুরোটা সময়। দলীয় ২৬ রানে অধিনায়ক দিমুথ করুনারত্নে ফিরে যান দ্রুত। অপরপ্রান্ত আগলে দিন পার করেছেন কুসল মেন্ডিস। সেঞ্চুরি তুলে অপরাজিত ছিলেন ১১৬ রানে। তার সঙ্গে ওপেনার ওশাডা ফার্নান্দো তীব্র প্রতিরোধ গড়লেও এই ওপেনার ফিরে গেছেন ৪৭ রান করে।
ম্যাথুজ ১৩ রান করেছেন, তবে মাটি কামড়ে পড়ে থাকাকেই শ্রেয় মনে করেছেন। বল খেলেছেন ৬৯টি। তার বিদায়ের পর দিনেশ চান্ডিমালও একই পন্থা অবলম্বন করেছেন। ৭৫ বল খেলে অপরাজিত ছিলেন ১৩ রানে। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৩ উইকেটে ২০৪ রানে দিন শেষ করেছে। ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা সিকান্দার রাজা। সিরিজসেরা অ্যাঞ্জেলো ম্যাথুজ।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: প্রথম ইনিংস ৪০৬ (উইলিয়ামস ১০৭, সিকান্দার ৭২, টেলর ৬২; এম্বুলদেনিয়া ৪/১৮২, ডি সিলভা ৩/৭১)
শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ২৯৩ (করুনারত্নে ৪৪, ওশাডা ফার্নান্দো ৪৪, মেন্ডিস ২২, ম্যাথুজ ৬৪, চান্দিমাল ৬, ডি সিলভা ৪২, ডিকবেলা ১, লাকমল ৫, এম্বুলদেনিয়া ৫, বিশ্ব ফার্নান্দো ৩৮, কুমারা ৩*; সিকান্দার ৭/১১৩, তিরিপানো ১/৩০, নিয়াউচি ১/৪০, মুম্বা ১/৪৩)
জিম্বাবুয়ে: দ্বিতীয় ইনিংস ২৪৭/৭ ডি. (টেলর ৬৭, আরভিন ৫৩*; বিশ্ব ফার্নান্দো ২/৪৩, এম্বুলদেনিয়া ২/৮১)
শ্রীলঙ্কা: দ্বিতীয় ইনিংস ২০৪/৩ (মেন্ডিস ১১৬*, ওশাডা ফার্নান্দো ৪৭; মুম্বা ১/১৩, নিয়াউচি ১/৪৩)