তামাক কোম্পানি থেকে অংশীদারিত্ব প্রত্যাহারের প্রস্তাব করবেন ডেপুটি স্পিকার

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/01/31/5acf5f3e72a30149aa06e0b7973b6507-5e34594ad4452.jpg
বক্তব্য দিচ্ছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া

তামাক কোম্পানি থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্রর আয়োজনে ‘তামাক কোম্পানি থেকে সরকারের শেয়ার প্রত্যাহারে করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির ডেপুটি স্পিকার আরও বলেন, ‘২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে ব্রিটিশ-আমেরিকান ট্যোবাকো কোম্পানি থেকে সরকারের ৯.৪৯ শতাংশ শেয়ার প্রত্যাহার করার প্রস্তাব দেওয়া হবে।’

ডেপুটি স্পিকার বলেন, ‘তামাকের মতো ক্ষতিকর ব্যবসার অংশীদার থেকে তামাক নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই বাংলাদেশকে তামাকমুক্ত করতে হলে অবিলম্বে তামাক কোম্পানি থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করতে হবে।’ পাশাপাশি তামাকচাষিদের বিকল্প চাষাবাদের উদ্যোগ গ্রহণ এবং তামাক বিরোধী জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত জাতীয় সংলাপ ২০২০-এ সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্রর চেয়ারপারসন আবদুল আউয়াল। সুপ্রর সাধারণ সম্পাদক মজিবুর রহমান স্বাগত বক্তব্য দেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য অ্যাডভোকেট খোদেজা নাসরিন আখতার, সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান ও এনজিও ব্যুরোর প্রকল্প পরিচালক গকুল কৃষ্ণ ঘোষ।

এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, গাজী টেলিভিশনের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন।