কেন্দ্র দখল নয়, দখলমুক্ত করবো: ইশরাক

by

আবারো ক্ষমতাসীনরা ভোট চুরির পায়তারা করছে বলে দাবি করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন বলেছেন, আমরা কেন্দ্র দখল করবো না, দখলমুক্ত করবো।

তিনি বলেন, ২০১৫ সালে কেন্দ্র দখল করে সিল মারা হয়েছিল। জনগণের মনে প্রশ্ন, এবার তারা কীভাবে চুরি করবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কনসুলারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইশরাক বলেন, যেখানেই যাচ্ছি, এটা নিয়ে আলোচনা হচ্ছে। কারণ এবার তো ইভিএম। ইভিএমে তো সিল মারা যায় না। বলা হচ্ছে, সকাল আটটার আগে মেশিন ওপেন হবে না। কিছু খবর আমরা পাচ্ছি, আটটার আগেও মেশিন চালু রাখা সম্ভব। এটা রাত পোহালে আমরা দেখতে পাব।

তিনি বলেন, জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কাল রায় দিতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়। তাদের রায় প্রদানের জন্য যা যা করণীয়, কেন্দ্র দখলের যদি পাঁয়তারা করা হয়, আমরা কেন্দ্র পাহারা দেব। দখল করব না দখলমুক্ত করব।