বাংলাদেশিদের আন্তর্জাতিক পর্যবেক্ষক দলে না রাখার আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/01/25/e74c1deabc4f60d53cb8d18b50a51e04-5e2c7971d348c.jpg
পররাষ্ট্র মন্ত্রণালয়

বিদেশি দূতাবাসে কর্মরত বাংলাদেশিরা যাতে আন্তর্জাতিক নির্বাচন পর্যব্ক্ষেক দলে না থাকেন সে আহ্বান জানিয়ে ঢাকায় অবস্থিত সব মিশনে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (৩১ জানুয়ারি) এই সতর্ক বার্তা দিয়ে পাঠানো চিঠিতে দেশের অভ্যন্তরীণ আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, বাংলাদেশিরা পর্যব্ক্ষেক দলে না থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয় সন্তুষ্ট হবে। 

চিঠিতে বলা হয়, কয়েকটি দূতাবাস আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন করেছে। তাদের মধ্যে কিছু সংখ্যক বাংলাদেশি রয়েছে। বাংলাদেশিদের আন্তর্জাতিক পর্যবেক্ষক দলে না রাখার বিষয়ে অভ্যন্তরীণ আইনের বাধ্যবাধকতা রয়েছে। 

এবারের নির্বাচনে মোট ৭৮ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন করেছেন এবং এর মধ্যে বাংলাদেশি ২৮ জন। 

তবে নির্বাচনে পর্যব্ক্ষেণ কে করতে পারবে বা কে পারবে না তা নির্ধারণের সম্পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের।