শেষ আটের ড্রতে হয়নি এল ক্লাসিকো

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/900x0x1/uploads/media/2020/01/31/4686142b7857838389b78419c9825350-5e34415c2db0f.jpg

আট দল একই পটে থাকায় আরেকটি উত্তেজনাকর এল ক্লাসিকোর সম্ভাবনা উঁকি দিচ্ছিল। যদিও কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ড্র ভাগ্যে মুখোমুখি হয়নি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনা পেয়েছে অ্যাথলেটিক বিলবাওকে, আর রিয়ালের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।

মাদ্রিদের ক্লাবটির চেয়ে বার্সেলোনার কাজটা বেশি কঠিন। কেননা বিলবাওয়ের মাঠে গিয়ে খেলতে হবে তাদের। অন্যদিকে রিয়াল ঘরের মাঠে আতিথ্য দেবে সোসিয়েদাদকে। কোয়ার্টার ফাইনালের অন্য দুই ম্যাচে গ্রানাদা ঘরের মাঠে খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে, আর ভিয়ারিয়াল খেলতে যাবে দ্বিতীয় বিভাগের দল মিরান্দেসের মাঠে।

কোপা দেল রের সফলতম দল বার্সেলোনা। প্রতিযোগিতাটির ৩০টি শিরোপা জেতা কাতালানদের পরেই ২৩ শিরোপা নিয়ে রয়েছে বিলবাও। সেই দল দুটির লড়াই স্বাভাবিকভাবেই কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। গতবার ভ্যালেন্সিয়ার কাছে ফাইনাল হেরে শিরোপা খোয়ায় বার্সা।

বর্তমান চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়া ভক্তদের খুশিই হওয়ার কথা ড্রতে। বার্সা ও রিয়ালকে এড়িয়ে যেতে পেরেছে তারা, প্রতিপক্ষ পেয়েছে গ্রানাদাকে। রিয়াল সমর্থকেরাও নিশ্চয়ই তৃপ্ত? সোসিয়েদাদের বিপক্ষে খেলবে যে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। শেষ আটের চারটি ম্যাচ হবে ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি।

কোয়ার্টার ফাইনালের লাইনআপ:

রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ

অ্যাথলেটিক বিলবাও-বার্সেলোনা

গ্রানাদা-ভ্যালেন্সিয়া

মিরান্দেস-ভিয়ারিয়াল

* আগে স্বাগতিক দল