কোহলিদের পাশে কৌরদেরও দিন
by স্পোর্টস ডেস্কএকই দিনে দুটি ক্রিকেট ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে ভারত। বিরাট কোহলিরা যখন টানা দ্বিতীয় ম্যাচে কিউইদের হারিয়েছে সুপার ওভার রোমাঞ্চে, ভারতের মেয়েরাও রোমাঞ্চ ছড়িয়ে ইংল্যান্ডকে হারিয়েছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। শেষ ওভারে গিয়ে হারমানপ্রীত কৌরের দল ৩ বল হাতে রেখে জয় পেয়েছে ৫ উইকেটে।
মানুকা ওভালে টস হেরে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ইংল্যান্ড ৭ উইকেটে করে ১৪৭ রান। সর্বোচ্চ ৬৭ রান আসে অধিনায়ক হিদার নাইটের ব্যাট থেকে। স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড় ১৯ রানে নিয়েছেন দুই উইকেট। সমান দুটি করে উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা, শিখা পান্ডে। পেসার রাধা যাদব নিয়েছেন একটি উইকেট।
ওপেনার শেফালি বার্মা ৩০, স্মৃতি মন্ধানা ১৫ আর জেমাইমা রদ্রিগেজ ২৬ রানে ফিরলে জয়ের লক্ষ্যে ভারতকে এগিয়ে নিয়েছেন অধিনায়ক হারমানপ্রীত কৌরই। অন্যপ্রান্তে যোগ্য সঙ্গী পাননি। বেদা কৃষ্ণমূর্তি (৭) ও তানিয়া ভাটিয়া (১১) রানে ফিরেছেন। তবে হারমানপ্রীত লক্ষ্যে থেকেছেন অবিচল। শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রানের। পুরো ইনিংসে যে হারমানপ্রীতের ব্যাট থেকে আসে মাত্র ৫টি বাউন্ডারি, সেই তিনিই তৃতীয় বলে ছয় মেরে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন। হারমানপ্রীত ৩৪ বলে অপরাজিত ৪২ রানে অপরাজিত থাকেন। হারমানপ্রীতেরে সঙ্গে ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা।