বাংলাদেশ হেল্থ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

by

 

https://cdn.banglatribune.com/contents/cache/images/1000x0x1/uploads/media/2020/01/31/2a1d749c0ac5e0ea1d507b73f335da64-5e344d0831c64.jpg

স্বাস্থ্য বিষয়ক রিপোর্টারদের সংগঠন বাংলাদেশ হেল্থ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি রেস্তোরাঁয় বার্ষিক সাধারণসভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাধারণ সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হন দৈনিক কালের কণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার তৌফিক মারুফ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক রাশেদ রাব্বি।

২০২০-২১ সালের জন্য গঠিত ১৫ সদস্যদের এই কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন চ্যানেল আইয়ের জান্নাতুল বাকিয়া কেকা ও দৈনিক নয়া দিগন্তের হামিম উল কবীর।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচতি হন সেবিকা দেবনাথ (ভোরের কাগজ), কোষাধ্যক্ষ নেসার উদ্দিন আহমেদ (আলোকিত বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক রাজবংশী রায় (সমকাল) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর মাসউদ (নিউ এইজ)।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- শিশির মোড়ল (প্রথম আলো), নিখিল মানকিন (জনকণ্ঠ), নুরুল ইসলাম হাসিব (বাংলাদেশ পোস্ট), মাইনুল হাসান সোহেল (ইনকিলাব), মাজেদুল নয়ন (বার্তা২৪), দিনার সুলতানা (বিটিভি) ও মোরশেদ রহমান (বাসস)।

ফোরামের বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। এর আগে বিদায়ী সাবেক ও বর্তমান সভাপতি তৌফিক মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদক নিখিল মানখিন এবং কোষাধ্যক্ষ নেসার উদ্দিন বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন। সভায় বিস্তারিত আলোচনার পর কণ্ঠভোটে রিপোর্ট দুটি পাস হয়।