https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/01/31/8378ab0e9beb931fcf9722509489908a-5e344a1750b80.jpg
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থেকে দোয়া নিতে আজ গণভবনে যান আতিকুল ইসলাম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রধানমন্ত্রীর কাছে দোয়া নিলেন আতিকুল

by

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে দোয়া নিতে গিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আজ শুক্রবার নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে এ কথা জানান তিনি।

ঢাকার দুই সিটি নির্বাচন কাল শনিবার ভোটগ্রহণ করা হবে। সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল চারটা পর্যন্ত।

ঢাকার উত্তর সিটিতে এবার দ্বিতীয়বারের মতো মেয়র পদে প্রার্থী হয়েছেন আতিকুল ইসলাম। গত বছরের মার্চ মাসে উপনির্বাচনে জিতে তিনি প্রথম উত্তর সিটির মেয়র হন। উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনে মেয়র হন আতিকুল ইসলাম। তিনি তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর সভাপতি ছিলেন।

আজ ফেসবুকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে আতিকুল লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজ দোয়া নিতে গিয়েছিলাম।’

আতিকুল ইসলামের নির্বাচনী প্রচার বিভাগের দায়িত্বে থাকা তৌফিক রহমান প্রথম আলোকে জানান, আজ সন্ধ্যা সাতটার দিকে মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে গিয়ে দেখা করেন আতিকুল ইসলাম। তিনি দলীয় সভানেত্রীর কাছে থেকে দোয়া চাইতে গিয়েছিলেন। প্রায় এক ঘণ্টা আতিকুল ইসলাম সেখানে ছিলেন।’