https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/01/31/91966c8d83df87e49df25e70b2db5840-5e34468c94bdf.jpg
রবীন্দ্র জাদেজা। ছবি: এএফপি

‘ভারতীয় দলে তাঁকে দেখতে চায় না কোনো দল’

by

রবীন্দ্র জাদেজাকে ছাড়া ভারতের টি-টোয়েন্টি দল ভাবতে পারছে না গ্রায়েম সোয়ান

রবীন্দ্র জাদেজা মনোযোগ কাড়তে জানেন। হয়তো দেখা যাবে ব্যাট-বলে ভালো করতে পারেননি কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ফিল্ডিংয়ে মোড় ঘুরিয়ে দিচ্ছেন ম্যাচ। শুরুতে ‘ডায়নামিক’ অলরাউন্ডার খ্যাতি কুড়িয়েও দুই বছর আগে সংক্ষিপ্ত সংস্করণে ক্যারিয়ার নিয়ে শঙ্কায় ছিলেন জাদেজা। এ সময় হার্দিক পাণ্ডিয়ার মতো বেশ ভালো কিছু অলরাউন্ডার পেয়েছে ভারত। কিন্তু গত এক বছরে আবারও হালে পানি পেয়েছেন জাদেজা। গ্রায়েম সোয়ান তাতে এতটাই অভিভূত যে, জাদেজাকে ছাড়া ভারতের টি-টোয়েন্টি দল ভাবতে পারছেন না!

নিউজিল্যান্ড-ভারত সিরিজে স্টার স্পোর্টসের ম্যাচ পরবর্তী বিশ্লেষণে দেখা যাচ্ছে সোয়ানকে। ইংল্যান্ডের সাবেক এ স্পিনার সেখানে জাদেজাকে নিয়ে বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্য দলগুলো জাদেজাকে ভারতের দলে না দেখলে স্বস্তির নিশ্বাস ফেলবে। সোয়ানের মতে, দলে জাদেজার জায়গা নিয়ে কোনো প্রশ্ন ওঠা অনুচিত। স্টার স্পোর্টসের অনুষ্ঠানে সোয়ানের ভাষ্য, ‘বিশ্বের বাকি দলগুলো জাদেজাকে ভারতের দলে দেখতে চায় না। সে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। একজন ইংরেজের দৃষ্টিকোণ থেকে বলতে পারি, আমরা খুব খুশি হব (জাদেজা দলে না থাকলে)।

টি-টোয়েন্টি বিশ্বকাপ অক্টোবরে শুরু হবে অস্ট্রেলিয়ায়। সেখানে বড় মাঠে জাদেজা ভীষণ কার্যকর হবেন বলে বিশ্বাস সোয়ানের। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে জাদেজার পারফরম্যান্সের প্রশংসা করে সোয়ান বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে ছোট মাঠে সে ভালো করছে। (অস্ট্রেলিয়ায়) বড় মাঠ হওয়ায় ব্যাপারটা পুরো উল্টো হবে। স্পিনার হয়ে ছোট মাঠে ভালো বল করতে পারলে বড় মাঠে আরও ভালো হবে।’

ওয়েলিংটনে আজ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ভারতীয় দলে ছিলেন না জাদেজা। এর আগে ৩ ম্যাচে পেয়েছেন ৪ উইকেট। কিউই ব্যাটসম্যানদের ভালো বেঁধে রেখেছিলেন উইকেটে। তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের ইনিংসে ১০ম ওভারে ছেড়েছেন ক্যাচ। তা দেখে টুইটারে ভারতীয় এক সমর্থক প্রশ্ন করেন, শেষ কবে এমন দেখা গেছে?