ট্রাম্পের প্রস্তাবিত ফিলিস্তিনের রাজধানী ‘এক ধরনের রসিকতা’

by

জেরুজালেমের বাইরের আবু দিস নামের একটি ‘ছোট গ্রাম’কে ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ রাজধানী উল্লেখ করে সম্প্রতি মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই প্রস্তাবকে ‘এক ধরনের রসিকতা’ বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/01/31/d18dd5351bf2c03dd3477bd3061d024f-5e343ccd0d9b0.jpg

ফিলিস্তিনের আপত্তি সত্ত্বেও ২৮ জানুয়ারি ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দীর সেরা চুক্তি নামের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‌ওই পরিকল্পনায় ফিলিস্তিনের ঐতিহাসিক জেরুজালেম শহরকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। ট্রাম্পের শান্তি পরিকল্পনায় জেরুজালেম নগরীর বাইরের আবু দিস নামের একটি গ্রামকে  ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে উল্লেখ করা হয়। আগেই অবৈধ দেয়াল তুলে ওই পুরনো নগরীকে বিচ্ছিন্ন করে রেখেছে ইসরায়েল সেখানে বর্তমানে ২০ হাজার মানুষ বসবাস করে।

আবু দিস গ্রামের ৭৫ বছর বয়সী বাসিন্দা খালেদ মুহসিন বলেন, ‘ফিলিস্তিনিরা কখনও তাদের রাজধানী হিসেবে আবু দিসকে মানবে না। জেরুজালেম আমাদের রাজধানী, ইসরায়েলিদের নয়।’ ওই গ্রামের বাসিন্দা আলি মনসুর (৭০) বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ‘একটি কৌতুক’। তিনি প্রশ্ন তুলেছেন, আবু দিস একটি ছোট গ্রাম। পৃথিবীতে কারা ফিলিস্তিনের রাজধানী হিসেবে এটাকে মানবে? ‘এমনকি একটি শিশুও এটা মানবে না।’

আবু দিস বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আহমাদ আবু হিলাল আল জাজিরাকে বলেছেন, ‘আমরা সম্পূর্ণরূপে এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। আবু দিস পূর্ব জেরুজালেমের শহরতলী। ফিলিস্তিনের রাজধানী হিসেবে এটা মেনে নেওয়ার কোনও ইচ্ছা আমাদের নেই।’

ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারাহ হিলমি (২৫) বলেন, ‘আবু দিসকে রাজধানী করার প্রস্তাব ব্যর্থ হবে। কারণ জেরুজালেম থেকে রাজধানী স্থানান্তির হতে পারে না।’

জেরুজালেমের একজন ঐতিহাসিক জামাল আমরো বলেছেন, ‘আবু দিস একটি ছোট ঐতিহাসিক শহরতলী। যেটা পূর্ব জেরুজালেমে অবস্থিত। এটা জেরুজালেমের প্রশাসনিক বিভাগের অংশ, তবে কেন্দ্রীয় শহর থেকে বাইরে।’

৩৪ বছর বয়সী অ্যাক্টিভিস্ট হানি হালাবি বলেছেন, ‘জেরুজালেম ফিলিস্তিনের ঐতিহাসিক রাজধানী। কোনও কিছুর বিনিময়ে এটা পরিবর্তন করা যাবে না। এটা আমাদের মনে ও হৃদয়ে রয়েছে।’