মধ্যরাত থেকে সদরঘাটে কোনও নৌযান আসবে না

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2017/05/29/358afe5273400beae1b6bcbdd83c1d1c-592c0fde9b376.jpg
সদরঘাট

ঢাকার দুটি সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে শুক্রবার (৩১ ডিসেম্বর) দিনগত মধ্যরাত থেকে সদরঘাট টার্মিনালে দেশের বিভিন্ন স্থান থেকে কোনও লঞ্চ আসবে না। তবে সব ধরনের নৌ-যান ছেড়ে যাবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এমন ঘোষণা পরবর্তী ২৪ ঘণ্টার জন্য কার্যকর থাকবে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার দিনগত রাত ১২টা থেকে শনিবার দিনগত রাত ১২টা পর্যন্ত কোনও নৌযান ঢাকা নদীবন্দরে আসবে না। তবে যাত্রী নিয়ে ছেড়ে যাবে। নির্বাচন কমিশনের নির্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ টার্মিনাল থেকে প্রতিদিন দক্ষিণাঞ্চলের প্রায় অর্ধশতাধিক রুটে ৬৫ থেকে ৭০টির মতো নৌযান চলাচল করে।