পাইওনিয়ার লিগে বারবার বিরতি, দলগুলো হতাশ

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/700x0x1/uploads/media/2016/01/08/86e738c0c8f6e50a77e97185fe009886-BFF-Logo.jpg

তৃণমূলের ফুটবলার তৈরির অন্যতম কারখানা হলো পাইওনিয়ার ফুটবল লিগ। কিন্তু এই লিগই অনিয়মিত! সর্বশেষ ২০১৭ সালে লিগ মাঠে গড়িয়েছিল। পরের বছর হয়নি। তবে ২০১৯ সালে ১৪ অক্টোবর লিগ আলোর মুখ দেখলেও তা শেষ করা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। লিগ আদৌ শেষ হবে কি না তা নিয়ে রয়েছে সংশয়।

লিগ শুরুর পর থেকে এখন পর্যন্ত চার দফা বন্ধ হয়েছে! এই লিগের প্রথম পর্বে ৭১ দল অংশ নেয়। প্রাথমিক পর্ব শেষে কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হতে না হতেই গত ২১ জানুয়ারি লিগ স্থগিত হয়ে যায় সর্বশেষ। এরমধ্যে দুটি ম্যাচ মাঠে গড়ায়। বাকি ম্যাচগুলো কবে হবে তা লিগ কমিটি পরিষ্কার করে বলতে পারছে না। এদিকে অংশগ্রহণকারী দলগুলো পড়েছে আর্থিক সঙ্কটে।

বারবার লিগে বিরতি পড়ায় দলগুলো হতাশ। প্রথমবার খেলতে এসেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এফসি উত্তরবঙ্গ। ক্লাবটির সাধারণ সম্পাদক জালাল হোসেন লাইজু নিজের হতাশা লুকাতে পারেননি,‘পাইওনিয়ার লিগে প্রথমবার খেলতে এসে আমাদের অভিজ্ঞতা ভালো হলো না। এভাবে চললে ভবিষ্যতে দল গড়ার সাহস করবো না। এরপর যদি আসি তাহলে আগে জানতে চাইব,কতো সময়ের মধ্যে লিগ শেষ হবে।’

আর্থিক ক্ষতি প্রসঙ্গে তার কথা,‘ এই বারবার বিরতিতে আমাদের আর্থিক ক্ষতি হয়। আসা-যাওয়া ছাড়াও ক্যাম্প খরচ অনেক বেড়ে যায়। এমনিতেই উত্তরবঙ্গ অবহেলিত জনপদ। তার মধ্যে থেকেই ফুটবলার তুলে আনার চেষ্টা করছি। আসন্ন মেয়েদের লিগেও যদি এভাবে বারবার বিরতি পড়ে তাহলে সর্বনাশ!’

পাইওনিয়ার লিগের ডেপুটি চেয়ারম্যান ও বাফুফে সদস্য অমিত খান শুভ্র অবশ্য লিগে বারবার বিরতির অন্য কারণ দেখিয়েছেন,‘আমাদের প্রধান সমস্যা মাঠ। এছাড়া নানা কারণে লিগ স্থগিত করতে হচ্ছে। এবার ঢাকার দুই সিটির নির্বাচনের কারণে লিগ আপাতত বন্ধ।তাছাড়া দেশব্যাপী বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যাওয়ায় রেফারি সংকট তৈরি হয়েছে। ফলে খেলা চালানো সম্ভব হচ্ছে না। তবে চেষ্টা করবো দ্রুত লিগ শেষ করে দেওয়ার।’