চীন থেকে ম্যাচ সরিয়েও চীনাভীতি
by স্পোর্টস ডেস্কবিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে জরুরি অবস্থা। প্রাণঘাতী এই ভাইরাসের উদ্বেগজনক প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। চীনে হওয়ার কথা ছিল এশীয় মেয়েদের অলিম্পিক ফুটবলের বাছাই। টুর্নামেন্টটি দ্রুত সেখান থেকে অস্ট্রেলিয়ায় সরিয়ে নেওয়া হলেও সংক্রমণের ভয়ে সূচি অনুযায়ী হচ্ছে না ম্যাচগুলো।
চার দলের এই বাছাই টুর্নামেন্টে খেলবে- চীন, অস্ট্রেলিয়া, তাইওয়ান ও থাইল্যান্ড। শুরুতে সেটি হওয়ার কথা ছিল ভাইরাসটির উৎপত্তিস্থল উহানে।
চীন অংশগ্রহণকারী দেশ হওয়ায় স্থান পাল্টেও উদ্বেগ কমেনি অস্ট্রেলিয়ার। সিডনিতে ২৯ জানুয়ারিতে পৌঁছেছে চীনের নারী ফুটবল দল। কিন্তু সংক্রমণের ভয়ে সবার কাছ থেকেই আলাদা করে রাখা হয়েছে তাদের।
চীনের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দলের কেউ এই ভাইরাসে পজিটিভ নন। কিন্তু ৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের পৃথকভাবে রাখার সিদ্ধান্ত আয়োজক দেশ অস্ট্রেলিয়ার। ফলে সূচি বদলানো হয়েছে।
অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের প্রধান নির্বাহী জেমস জনসন এমন সতর্কতার সপক্ষে বলেছেন, ‘যথারীতি সবার স্বাস্থ্যই এখানে জড়িত, খেলোয়াড় থেকে শুরু করে অফিশিয়াল, ভক্ত-সমর্থক সবার। তাই এই বিষয়টি সবার আগেই প্রাধান্য পাবে।’
আগের সূচি অনুযায়ী ৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচ খেলার কথা ছিল চীনের। নতুন সূচিতে ৬ ফেব্রুয়ারিতে প্রথম ম্যাচ খেলবে তারা। এর ফলে বাড়তি ম্যাচ ডে যোগ হয়েছে ১২ ফেব্রুয়ারি। সেদিন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে চীন।
দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসে চীনে এখন পর্যন্ত মারা গেছেন ২০০জন। এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজারে।
এই ভাইরাসের কারণে এরই মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়েছে চীন থেকে। এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস বাতিল করেছে এশিয়ান অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন। সরিয়ে নেওয়া হয়েছে এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচও।