প্রার্থীর বাড়ি যাওয়া বিদেশি কূটনীতিকদের কাজ নয়: তথ্যমন্ত্রী
by বাংলা ট্রিবিউন রিপোর্টস্থানীয় সরকার নির্বাচনের সময় প্রার্থীদের বাড়িতে বিদেশি কূটনীতিকদের যাওয়া-আসা নিয়ে সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘নির্বাচনের সময় কোনও প্রার্থীর বাড়িতে গিয়ে তাকে সহানুভূতি জানানো বিদেশি কূটনীতিকদের কাজ নয়।’ শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে ইডেন ইংলিশ স্কুলের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘একজন বিদেশি রাষ্ট্রদূতের ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের একজন প্রার্থীর বাড়ি যাওয়ায় কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কূটনীতিকরা যেভাবে কথাবার্তা বলছেন, তা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। অথচ পাশের দেশ ভারতে যখন জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন হয়, তখন তো এভাবে কূটনীতিবিদরা কথা বলেন না। কিংবা অন্যান্য দেশেও বলেন না।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশে আমরা সব সময় দেখতে পাই বিদেশি কূটনীতিকদের এ নিয়ে আগ্রহ বেড়ে যায়। এর জন্য অবশ্য আমাদেরও কেউ কেউ দায়ী। আপনারা জানেন, কোনও কিছু হলেই বিএনপি দেশে বিদেশিদের ডেকে নালিশ করে। নালিশ তো করবে জনগণের কাছে, দেশের ভোটারের কাছে। কিন্তু তারা নালিশ করে বিদেশি কূটনীতিকদের কাছে। এটি কোনোভাবেই উচিত নয়।’’
তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন দূতাবাসের যেসব কর্মকর্তাকে পর্যবেক্ষণ কার্ড দিয়েছে, তাদের মধ্যে ২৮ জন বাংলাদেশি। এটি কীভাবে দিয়েছে, কেন দিয়েছে, তা নিয়ে যদিও গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়।’
মুজিববর্ষ উদযাপনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘দল নতুন করে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে এক বছর হয়। তাই দলকে মাঠপর্যায়ে গতিশীল করতে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে হবে।’ এ সময় মুজিববর্ষ উদযাপনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি।