https://www.somoynews.tv/img/upload/medium/vote-total-195558.jpg

দক্ষিণের ৭২১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: রিটার্নিং কর্মকর্তা

by

কর্মকর্তার কার্যালয় থেকে ইভিএমসহ নির্বাচনের নানা উপকরণ বুঝে নিচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তারা। সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

শেষ মুহূর্তে নানা ব্যস্ততায় রিটানিং কর্মকর্তার কার্যালয়। আর মাত্র কয়েক ঘণ্টা তার পরেই ঢাকার দুই সিটিতে শুরু হবে ভোটগ্রহণ। শুক্রবার সকাল থেকে মোট ১৬টি ভেন্যু থেকে বিভিন্ন কেন্দ্রের জন্য প্রিজাইডিং অফিসারা বুঝে নিচ্ছেন ইভিএম ও নির্বাচনী অন্যান্য সরঞ্জামাদি। ইভিএমের কন্ট্রোল ইউনিট ও ব্যালট ইউনিটসহ মোট ৫২ ধরনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

খিঁলগাও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন দক্ষিণ সিটির রিটানিং কর্মকর্তা। এ সময় তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭২১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বলেন, এ কেন্দ্রগুলো বিশেষ নজরদারিতে থাকবে।

ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, কোনো পোলিং এজেন্ট যিনি ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবেন তার প্রার্থীর পক্ষে যে এজেন্ট থাকবে তারা কোনো ধরনের মোবাইল ফোন কেন্দ্রে আনবেন না। এটা আইনের বিধান।

উত্তর সিটির রিটানিং কর্মকর্তা রেসিডেনসিয়াল কলেজে শেষ মুহূর্তের নির্বাচনী প্রস্তুতি দেখতে এসে সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন।

উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, একমাত্র গাবতলীর একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উত্তরে আর কিছু ঘটেনি।


অন্যদিকে রেসিডেনসিয়াল কলেজে নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওবার আহ্বান জানান তিনি।।

নির্বাচন কমিশনার নূরুল হুদা বলেন, এ দেশে নির্বাচন কমিশনের প্রতি সব রাজনৈতিক দলের আস্থা ছিল আমি তো দেখি নাই। সুতরাং সবার আস্থা পাওয়া সম্ভব না।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো সব ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। উত্তর সিটিতে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন।। দক্ষিণে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।