অস্ট্রেলিয়ার রাজধানী তে জরুরি অবস্থা জারি

http://www.dailyjanakantha.com/files/202001/1580481430_17.jpg

অনলাইন ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্যানবেরার দক্ষিণাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত দুই দশকের মধ্যে এবারই দাবানল পরিস্থিতি সবচেয়ে খারাপ আকার ধারণ করেছে।

দাবানলে ক্যানবেরার দক্ষিণাঞ্চলে ১৮ হাজার ৫শ একরের বেশি এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্যানবেরার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে এখন দাবানলের আতঙ্কের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। লোকজনকে নিরাপদে রাখার বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ওই এলাকায় প্রায় চার লাখ বাসিন্দার বসবাস।

২০০৩ সালে ক্যানবেরা শহরতলিতে ভয়াবহ দাবানলে চারজনের মৃত্যু হয়। এছাড়া অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছে আরও পাঁচ শতাধিক মানুষ। অপরদিকে, ৪৭০টি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারও একই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা গেছে। সেখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে, পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

গত কয়েক সপ্তাহ ধরেই ওই এলাকা দাবানলের আগুনে জ্বলছে। গত বৃহস্পতিবার ক্যানবেরা বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। ওই একই দিনে তিন দমকল কর্মী নিহত হয়।

চলতি সপ্তাহে ভয়াবহ দাবানলে শহরের আকাশ রক্তিমবর্ণ ধারণ করেছে। সামাজিক মাধ্যমে অনেকেই দাবানলের ছবি প্রকাশ করেছেন।

গত বছরের সেপ্টেম্বর থেকেই অস্ট্রেলিয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৩৩ জন প্রাণ হারিয়েছে। এছাড়া প্রায় কয়েক হাজার বাড়ি-ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ১১ মিলিয়ন হেক্টরের বেশি এলাকা আগুনে পুড়ে গেছে।