যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে ॥ ট্রাম্প
![http://www.dailyjanakantha.com/files/202001/1580481956_22.png http://www.dailyjanakantha.com/files/202001/1580481956_22.png](http://www.dailyjanakantha.com/files/202001/1580481956_22.png)
অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে এখনও করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা চীনসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
চীনের ৩১টি প্রদেশের সবগুলো এবং বিশ্বের অন্তত ১৮টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার গ্লোবাল হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২১৩ জনে পৌঁছেছে আর আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৯২ জন।
মিশিগানে এটি অটোপার্ট নির্মাণকারী প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আমাদের মনে হয় আমাদের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণেই রয়েছে। আমাদের খুব বেশি সমস্যা হয়নি।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার কেন্দ্রের পরিচালক রবার্ট আর রেডফিল্ড বলেন, আমরা বুঝতে পারছি যে এটা খুবই উদ্বেগের ব্যাপার। তবে এখন পর্যন্ত আমরা যে লক্ষণ পেয়েছি তাতে মার্কিন নাগরিকদের ঝুঁকি বেশ কম।’
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট ছয়জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। মানবদেহ থেকে মানবদেহে সংক্রমণের ঘটনাও ঘটেছ। বৃহস্পতিবার এমন একজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে যিনি কখনোই চীনে যাননি। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার কেন্দ্র থেকে জানানো হয়, তারা আশঙ্কা করছিলেন যে মার্কিনিদের মধ্যে এই রোগ সংক্রমণ হতে পারে। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো।