কল্যাণপুর থেকে আনসার আল ইসলামের ৪ সদস্য আটক

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/01/31/aaa060784d7a4ae6ab2bda370a0651b4-5e342a4a8236a.JPG
আটক চার জঙ্গি সদস্য

রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।  বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলো- ওসমান ভূইয়া ওরফে ওসমান,তামিমুর রহমান ওরফে তামিম, রমজান আলী চৌধুরী ওরফে রিপন ও সোলেমান মিয়া ওরফে বাবুল। তাদের কাছ হতে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল উদ্ধার করা হয়।

তিনি জানান, আটককৃতরা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা সংগঠনের জন্য নতুন সদস্য সংগ্রহ করতো। ঢাকায় তাদের সাথি বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ ও গোপন বৈঠক করতে কল্যাণপুর এলাকায় এসেছিল। অভিযানের সময় তাদের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান ভূইয়া জানায়, সে পেশায় একজন গাড়ি চালক। সংগঠনের এক নেতা মুন্সীগঞ্জ জেলার সোহাগ হাওলাদারের মাধ্যমে সে এই সংগঠনে যোগ দেন। বিভিন্ন প্রশিক্ষণের পর সে সংগঠনের নরসিংদী এলাকায় আনসার আল ইসলামের সমন্বয়ক হিসেবে কাজ করছিল।  আটক তামিমুর রহমান ব্যবসায়ী। দুই বছর আগে সে সংগঠনের সঙ্গে যুক্ত   হয়। সে বিভিন্ন ধরনের ভিডিও, বইপত্র, মোবাইল অ্যাপস সংগ্রহের কাজ করতো। এছাড়াও সংগঠন পরিচালনার জন্য নিয়মিত চাঁদা দিতো।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, আটক রমজান আলী আইএস’এর কার্যক্রম অনলাইনে দেখে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন। প্রায় দেড় বছর আগে সে এই সংগঠনে জড়িত হন। সোলেমান মিয়া প্রায় এক বছর আগে সংগঠনের সঙ্গে জড়িত হন।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।