https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/01/31/1f34c7bca68372ec78a0defc8bbfe489-5e341bfb5951e.jpg
সভায় জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সদস্যরা

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অভিষেক ১৬ ফেব্রুয়ারি

by

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটির অভিষেক আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে স্থানীয় পিএস ১৩১ মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে মূলধারার নির্বাচিত জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এ ছাড়া বিগত বছরের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত ফ্রেন্ডস সোসাইটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং অনুষ্ঠান সফল করতে উপকমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আল আমিন।
ফ্রেন্ডস সোসাইটি সূত্রে জানা গেছে, আগামী ১৬ ফেব্রুয়ারি পিএস ১৩১ মিলনায়তনে বিকেল পাঁচটায় অভিষেক অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠান সফল করতে সংগঠনের অন্যতম উপদেষ্টা শাহ নেওয়াজকে আহ্বায়ক, সিনিয়র সহসভাপতি এ এফ মিসবাহউজ্জামানকে সমন্বয়কারী ও সাবেক সাংগঠনিক সম্পাদক রিজু মোহাম্মদকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনের জন্য সংগঠনের অপর উপদেষ্টা সালেহ আহমদকে আহ্বায়ক, হুসনে আরা বেগমকে সমন্বয়কারী এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনকে সদস্যসচিব করে উপকমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের জন্য সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মনির হোসেনকে আহ্বায়ক এবং যুগ্ম সম্পাদক কামরুজ্জামান বাবুকে সদস্যসচিব করে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ২৬ জানুয়ারি ফ্রেন্ডস সোসাইটির কার্যকরী কমিটি ও উপদেষ্টাদের এক সভা জ্যামাইকায় অনুষ্ঠিত হয়। সভায় অভিষেক অনুষ্ঠানসহ অন্যান্য বিষয়ে পর্যালোচনা করা হয়।