ফেলানী হত্যার বিচার দাবি
by উত্তর আমেরিকা অফিসবাংলাদেশ ভারতীয় সীমান্তে গুলিবর্ষণ ও ফেলানীসহ সব হত্যা-নির্যাতনের বিচার দাবি করেছেন প্রবাসী নাগরিক সমাজ যুক্তরাষ্ট্র।
২৯ জানুয়ারি রাত আটটায় জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে প্রতিবাদ সমাবেশে এ বিচার দাবি করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী কাজী শাখাওয়াত আযম ও শেখ সিরাজুল ইসলামের তত্ত্বাবধানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন—ফোবানার কনভেনর ও জেবিবিএর সভাপতি শাহনেওয়াজ, লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক শওকত আলী, নাগরিক সমাজের নেতা আলী ইমাম, কাজী আশরাফ হোসেন, সাংবাদিক মঈনুদ্দিন নাসের, জসিম উদ্দিন, মাকসুদ চৌধুরী, শাহাদাত হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। গণতন্ত্র থাকলে প্রতিবেশী রাষ্ট্র আমাদের দেশের মানুষের ওপর অমানুষিক হত্যা-নির্যাতন করতে পারত না। তাই প্রথমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, আমাদের বসে থাকলে চলবে না। সম্মিলিতভাবে ইউএস স্টেট ডিপার্টমেন্টে অনিয়মের বিরুদ্ধে চিঠি দিতে হবে। প্রয়োজনে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে হবে। সর্বশেষ মুজিববর্ষ পালনের আগে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানান তাঁরা।