https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/01/31/20b1568a2d873774dfb0ea5f3373eed3-5e341f2e8278a.jpg
মেহের কবীর, লিটু আনাম
সভাপতি কবীর, সা. সম্পাদক লিটু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাইর নতুন কমিটি

by

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকার ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ২১তম ব্যাচ বাংলা বিভাগের মেহের কবীর, ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৩৩তম ব্যাচ দর্শন বিভাগের লিটু আনাম। গত ২৭ ডিসেম্বর অ্যাসোসিয়েশনের সাবেক কমিটির সদস্য ও উপদেষ্টা পরিষদের টেলিকনফারেন্স বৈঠকে সবার সম্মতিতে মেহের কবীরকে সভাপতি ও লিটু আনামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নতুন সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা কমিটির সদস্যদের পরামর্শের ভিত্তিতে ২৫ জানুয়ারি ৩০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
২০২০-২১ সালের কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি হ‌ুমায়ূন কবির, হাবিব রহমান, মেঘনা পল, সামিত মণ্ডল, মোহাম্মদ রহমান পলিন, ও শামীমারা বেগম। যুগ্ম সাধারণ সম্পাদক আশিস ঘোষ, ও অরুপ কুমার ভৌমিক। সাংগঠনিক সম্পাদক দুররে মাকনুন নবনী, সহসাংগঠনিক সম্পাদক তানজিয়া শারমিন, কোষাধ্যক্ষ প্রশান্ত মল্লিক, সহ কোষাধ্যক্ষ কানিজ সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার কবির, সহ সাংস্কৃতিক সম্পাদক রাবেয়া ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল হামারা শিমু এবং সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাত আরা সনি।
কার্যকরী সদস্যরা হলেন—মারিস্টেলা আহমেদ শ্যামলী, সুজিত পল, অর্ঘ্য সারথী সিকদার, মোহাম্মদ নাছিরুল্লাহ, মানসী হাজরা, তামান্না শবনম, আবু ফিরোজ, হারুন ইবনে রশিদ, সিব্বির আহমেদ, মোস্তাফিজুর রহমান, তালুকদার মোহাম্মদ শামসুদ্দোহা এবং আজিম উদ্দিন।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন—একরামুল করিম, সিরাজ উদ্দিন, মোহাম্মদ মনিরুজ্জামান, আশুতোষ সাহা মোহাম্মদ কবির, আকতার আহমেদ, শিবাজী সাহা, খালেদ মনির, নাহিদ সুলতানা, সাদেক আর চৌধুরী, মিল্টন জকি, সাব্বির আহমেদ, জামিল আতাহার, আহসীন হাবিব জুয়েল এবং ফারজানা নাসরিন। বিগত কমিটির সভাপতি মারিস্টেলা আহমেদ শ্যামলী বলেন, শিগগির অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও শপথ পাঠ করানো হবে।