ব্রঙ্কসের বাজার-সদাই
by রওশন চৌধুরীবেশ সহনীয় আবহাওয়ায় এ সপ্তাহে ঘোরা হলো নিউইয়র্কের আরেকটি এলাকা। জ্যাকসন হাইটস থেকে অনেক দূরে প্রবাসীবহুল ব্রঙ্কসে। এখানে বেশির ভাগ জায়গায় নিজের গাড়ি ছাড়া চলতে গেলে মেট্রো ট্রেন ও লোকাল বাসের ওপর নির্ভর করতে হয়। সাধারণত মেট্রো ট্রেনগুলো পাতাল পথে চলে। কিন্তু ব্রঙ্কসে ওপরে চালিত ট্রেনে উঠেছি। কোথাও কোথাও মনে হয়েছিল যেন মেঘনা নদীর ওপরে ভৈরবের লম্বা ব্রিজ পাড়ি দিয়ে যাচ্ছি।
কিছু দূর পায়ে হেঁটে দেখলাম ব্রঙ্কসের বেশ কিছু এলাকা। দেখা হয়, পরিচয় হয় অনেক বাংলাদেশির সঙ্গে। স্টার্লিং অ্যাভিনিউ আর আশপাশের ফুটপাত থেকে শুরু করে বাঙালি মালিকানাধীন প্রচুর গ্রোসারি দোকান। আছে ব্যবসায়িক অফিস। এখানেও প্রত্যেকটি দোকানে ও ফুটপাতের আশপাশে ক্রেতার ভিড়। বাঙালিরা যে ভোজন প্রিয় এতে কোনো সন্দেহ নেই। নানা রকমের খাবার কেনাবেচার হিড়িক পড়েই আছে। তাই খুঁজে নিলাম কিছু দোকানের নাম ও জিনিসপত্রের দাম দর। এবারে জেনে নিই সেসব—
শাক সবজির নাম ও দাম: কাচা পেঁপে প্রতি পাউন্ড ০.৯৯ সেন্টস, ইন্ডিয়ান স্কোয়াস প্রতি পাউন্ড ১.৪৯ ডলার, রেড স্কোয়াস (একটু বড় আকারের) প্রতি পাউন্ড ০.৯৯ সেন্টস, লম্বা বেগুন প্রতি পাউন্ড ১.৪৯ ডলার, বাংলাদেশি লাউ প্রতি পাউন্ড ১.৯৯ ডলার, বরবটি প্রতি পাউন্ড ২.৯৯ ডলার, এগ প্ল্যান্ট (গোলাকার বেগুন) প্রতি পাউন্ড ১.৪৯ ডলার, শিম প্রতি পাউন্ড ১.৯৯ ডলার, করলা প্রতি পাউন্ড ১.৯৯ ডলার, ঝিঙে প্রতি পাউন্ড ১.৯৯ ডলার, স্নেইক্স গার্ড (লম্বা ঝিঙে) প্রতি পাউন্ড বিক্রি হচ্ছে ১.৯৯ ডলার, টমেটো প্রতি পাউন্ড ১.৪৯ ডলার, ঢ্যাঁড়স প্রতি পাউন্ড ২.৭৯ ডলার, ব্রকলি ১.৯৯ ডলার প্রতি পাউন্ড, চাল কুমড়া প্রতি পাউন্ড ১.৪৯ ডলার, কাচা কলা প্রতি পাউন্ড ১.২৯ ডলার, পালং শাক প্রতি আঁটি ১.৪৯ ডলার, খোলা পালং শাক প্রতি পাউন্ড ১.৯৯ ডলার, কচুশাক প্রতি পাউন্ড ৩.৪৯ ডলার, পুঁইশাক প্রতি পাউন্ড ১.৯৯ ডলার, বাঁধাকপি প্রতি পাউন্ড ০.৭৯ সেন্টস, ফুলকপি প্রতি পিস ২.৫০ ডলার।
মাছের নাম ও দাম: পাঁচ কেজির বেশি ওজনের কাতলা মাছ প্রতি পাউন্ড ২.৪৯ ডলার, স্পেশাল দেড় কেজি ওজনের রুই মাছ প্রতি পাউন্ড ১.২৯ ডলার, তিন কেজির বেশি ওজনের মৃগেল প্রতি পাউন্ড ২.৭৯ ডলার, মৃগেল চার কেজির বেশি হলে প্রতি পাউন্ড ৩.৪৯ ডলার, ৫০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ মাছ ৪.৯৯ ডলার, ১২০০ থেকে ১৫০০ গ্রাম ওজনের চাঁদপুরের ইলিশ ১৪.৯৯ ডলার প্রতি পাউন্ড, চাঁদপুরের ইলিশ ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের প্রতি গ্রাম ৯.৯৯ ডলার, তেলাপিয়া ফিলেট প্রতি পাউন্ড ৩.৪৯ ডলার, তেলাপিয়া দুই কেজির বেশি ওজনের প্রতি পাউন্ড ২.৯৯ ডলার।
মুরগি, গরু ও অন্যান্য মাংসের দাম: হালাল চিকেন ব্রেস্ট প্রতি পাউন্ড ২.৯৯ ডলার, হালাল চিকেন ২.৪৯ ডলার প্রতি পাউন্ড, হালাল চিকেন লেগ প্রতি পাউন্ড ১.৪৯ ডলার, হালাল ল্যাম্ব ৮০০ গ্রাম ১৯.৯৯ ডলার, হালাল মাটন নেক (ঘাড়) প্রতি পাউন্ড ২.৯৯ ডলার, বিফ হাড্ডিসহ ২.৯৯ ডলার প্রতি পাউন্ড, স্পেশাল বিফ হাড্ডিসহ ৩.৯৯ ডলার, হালাল বিফ গুর্দা পুরোটার দাম ১০ ডলার।
এ ছাড়া দেখা গেল, কিছু ফুটপাত ব্যবসায়ী হরেক রকমের ফল নিয়ে বসেছেন। সেসব দোকানে অনেক সুলভ মূল্যে বিভিন্ন ধরনের ফল দেখা গেল। যার দাম খুবই কম। যেমন ১৮টি কমলার একটি ব্যাগ বিক্রি হচ্ছে মাত্র ১ ডলার, তাজা আখ এক পিস ২ ডলার, আম তিনটার দাম ১.৭৫ ডলার, আনারস একটির দাম ১.৫০ ডলার।