জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় ২ ফেব্রুয়ারি
by উত্তর আমেরিকা অফিসজালালাবাদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মিলিতভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন সংগঠনের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
২ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় নিউইয়র্কে ৩৮-৬, ৩১ স্ট্রিট, লং আইল্যান্ডে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সভায় সব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকার জন্য সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহবাব চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেন অনুরোধ জানিয়েছেন।