https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/01/31/30806ed83c76769a906f5ba8eff6d84a-5e341c93203be.jpg
সেনসাস নিয়ে বিশেষ কর্মসূচির উদ্বোধনী আয়োজনে অ্যাসালের কর্মকর্তারা

অ্যাসালের সেনসাস নিয়ে বিশেষ কর্মসূচি শুরু

by

আমেরিকায় ২০২০ সালের সেনসাসে অংশ নেওয়ার আহ্বানের মধ্য দিয়ে নিউইয়র্কে শুরু হয়েছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারের (অ্যাসাল) সেনসাস-বিষয়ক বিশেষ কর্মসূচি।
অ্যাসাল স্ট্যাটেন আইল্যান্ড চ্যাপ্টারের আয়োজনে ২৫ জানুয়ারি সন্ধ্যায় কংগ্রেসম্যান ম্যাক রোজের স্ট্যাটেন আইল্যান্ড অফিস মিলনায়তনে এই বিশেষ কর্মসূচি শুরু হয়।
অ্যাসালের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—অ্যাসালের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন, সেনসাস নিউইয়র্ক সিটি ডিরেক্টর জুলি মেনিন, অ্যাসাল স্ট্যাটেন আইল্যান্ড চ্যাপ্টারের প্রেসিডেন্ট ইমিরেটস নিথিয়া চ্যাটার্জি, চ্যাপ্টার প্রেসিডেন্ট ইরশাদ শেখসহ সেনসাস ব্যুরোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে সেনসাস নিউইয়র্ক সিটি ডিরেক্টর জুলি মেনিন ২০২০ সেনসাস নিয়ে বিস্তারিত তুলে ধরে বলেন, দেশের প্রতিটি অঞ্চলে ইতিমধ্যে ২০২০ সেনসাসের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হতে যাওয়া আদমশুমারিতে নিয়োগপ্রাপ্তরা ছয় থেকে আট সপ্তাহ কাজ করার সুযোগ পাবেন। সেনসাস টেকার পদে এসব নিয়োগপ্রাপ্তরা ঘণ্টায় ২৫ ডলার করে মজুরি এবং সপ্তাহে পার্ট টাইম ও ফুল টাইমসহ সর্বোচ্চ ৪০ ঘণ্টা পর্যন্ত কাজের সুযোগ পাবেন। তাঁদের ট্রেনিংয়ের সুযোগ রয়েছে। আমেরিকার সিটিজেন ও ননসিটিজেন ১৮ বছর বা এর বেশি বয়সীরা এ চাকরির জন্য উপযুক্ত বিবেচিত।
অ্যাসালের প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দীন সেনসাসে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী ১ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হতে যাওয়া আদমশুমারি সফল করার লক্ষ্যে অ্যাসাল সেনসাস-বিষয়ক বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। আমেরিকায় বসবাসকারী প্রতিটি ব্যক্তিকে গণনার আওতায় নিয়ে আসতে সেনসাস ব্যুরোর সহযোগী হয়ে কাজ করবে অ্যাসাল।
মাফ মিসবাহ উদ্দীন বলেন, এতে নিয়োগপ্রাপ্তরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন তেমনি কমিউনিটির প্রতিটি ব্যক্তিও গণনার আওতায় এসে রাষ্ট্র কর্তৃক প্রদেয় সুযোগ-সুবিধা ভোগের সুযোগ পাবেন।
মাফ মিসবাহ উদ্দীন অভিবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মূলধারার রাজনীতিতে দক্ষিণ এশীয়দের অবস্থান আরও সুসংহত করার দৃঢ় প্রত্যয়ের কথা পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অ্যাসালের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী ২০২০ সেনসাস সফল করতে অ্যাসালের গৃহীত কর্মসূচি তুলে ধরেন। তিনি অনুষ্ঠানে অ্যাসালের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে মূলধারার রাজনীতিক, বিভিন্ন পর্যায়ের নির্বাচিত প্রতিনিধি, কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটি লিডার, সাংবাদিক, অ্যাসালের সদস্যসহ বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন।
প্রতি ১০ বছর পর পর আমেরিকার সেনসাস অনুষ্ঠিত হয়। লোক গণনার মধ্য দিয়ে চিকিৎসা-উন্নয়ন-শিক্ষা প্রভৃতি সেক্টরে ফেডারেল তহবিল বণ্টন করা হয়।